এই মুহূর্তে




ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে বৃহস্পতিবার পর্যন্ত কোন পদক্ষেপ হবে না, জানাল রাজ্য




নিজস্ব প্রতিনিধি, বেলডাঙা: বেলডাঙার ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ। থানায় হাজিরা দেওয়ার পরিবর্তে তিনি দ্বারস্থ হয়েছেন হাই কোর্টে। কার্তিক মহারাজের বিরুদ্ধে বৃহস্পতিবার পর্যন্ত কোনও আইনি পদক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন বলে হাইকোর্টে আশ্বাস দিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। বুধবার তিনি আদালতে জানান, অসুস্থতার কারণে তিনি এ দিনের মামলার শুনানিতে অংশ নিতে পারবেন না। এরপর বিচারপতি জয় সেনগুপ্ত জানান, শুনানি হবে বৃহস্পতিবার।

কার্তিক মহারাজের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের একজন প্রত্যক্ষ্যদর্শীরও সন্ধান মিলেছে। তাঁকে পুলিশের পক্ষ থেকে হেনস্থা করা হচ্ছে বলে দাবি তুলেছেন এক আইনজীবী। এই বিষয়ে তিনি বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিচারপতি জয় সেনগুপ্ত জানান, মামলা শোনার এক্তিয়ার তাঁর নেই। এই মামলা যদি দায়ের হয় তবে তার আবেদন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে জানাতে হবে।

কার্তিক মহারাজের বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ এনেছেন এক মহিলা। নবগ্রাম থানায় নির্যাতিতা লিখিত অভিযোগ দায়ের করেন কার্তিক মহারাজের বিরুদ্ধে ৷ তাতে বলা হয় ২০১২ সালের ডিসেম্বরে অভিযোগকারিণী ভারত সেবাশ্রম সঙ্ঘের চাণক আদিবাসী আবাসিক স্কুলে যান৷ সেখানেই পরিচয় হয় আশ্রমের অধ্যক্ষ কার্তিক মহারাজের সঙ্গে। তিনি ওই স্কুলে অভিযোগকারিণীকে শিক্ষিকা হিসেবে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেন৷

মহিলা বলেছেন, এরপর তাঁকে আশ্রমের স্কুলের পাঁচতলার ঘরে থাকতে দেওয়া হয়। অভিযোগ ২০১৩ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কার্তিক মহারাজ বারবার যৌন সঙ্গম করেন ওই মহিলার সঙ্গে। সবটাই হয়েছিল মহিলার অসম্মতিতে। বারবার শারীরিক সম্পর্কের ফলে একসময় মহিলা গর্ভবতী হয়ে পড়েন।

কিন্তু কার্তিক মহারাজ নির্যাতিতাকে গর্ভপাতের জন্য জোর করেন৷ তাঁকে আশ্রম থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়৷ কার্তিক মহারাজ প্রতিশ্রুতি দেন যে এখন থেকে মাসে মাসে টাকা পাবেন নির্যাতিতা। কিন্তু সেই প্রতিশ্রুতিও রাখেননি তিনি, এমনটাই অভিযোগ। ২০১৯ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন অভিযোগকারিণী।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

NCW র নোটিশ খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে বীরভূমের SP

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

জঙ্গিসন্দেহে মেমারি থেকে ২ জনকে গ্রেফতার করল STF

রাতভর বৃষ্টিতে জল জমেছে শহরের একাধিক জায়গায়, কেমন থাকবে মঙ্গলের আবহাওয়া?

অরফানগঞ্জ সমস্যা আলোচনায় না মিটলে ফোর্স ব্যবহার করা হবে বলে জানিয়ে দিলেন ফিরহাদ

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায়

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ