এই মুহূর্তে

রাজ্য বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে যে রাজনৈতিক দলের ১০০জন বিধায়কও নেই, নিত্যদিন যে দল ছাড়ছেন নেতা থেকে কর্মীরা, দল ছাড়ছেন সাংসদ ও বিধায়কেরা, সেই দলটিই রাজ্য বিধানসভার(West Bengal State Assembly) অধ্যক্ষের(Speaker) বিরুদ্ধে অনাস্থা আনছে। এর থেকে বড় হাস্যকর আচরণ আর কিই বা হতে পারে। কিন্তু এটাই চূড়ান্ত বাস্তব। বঙ্গ বিজেপির(BJP) তরফে রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের(Biman Banerjee) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়েছে। যদিও বিষয়টি এখনও আলোচনার স্তরেই রয়েছে এবং মৌখিক ভাবেই অনাস্থা আনার সম্ভাবনার বিষয়টি বিজেপির তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে। জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তিনি জানিয়েছেন, বিধানসভার বাজেট অধিবেশনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে বিজেপি। এ বিষয়ে বিজেপির পরিষদীয় দল আলোচনা করবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন বীর্যহারা কলকাতা, দেশে পুরুষ বন্ধ্যাত্বের শীর্ষে বাংলা

কিন্তু হঠাৎ করে রাজ্য বিধানসভার স্পিকারের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব কেন? ঘটনার সূত্রপাত বিজেপির মুলতুবি প্রস্তাব আনাকে কেন্দ্র করে। সোমবার অর্থাৎ এদিন বিধানসভার শীতকালীন অধিবেশনে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। বিজেপির তরফে অভিযোগ করা হয়, নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছে রাজ্যের মন্ত্রিসভা। অযোগ্য চাকরিপ্রাপকদের পদে বহাল রাখার জন্য শূন্যপদ তৈরিতে সায় দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। এ বিষয়ে আলোচনার দাবি জানান তিনি। কিন্তু বিষয়টি আদালতের বিচারাধীন, এই যুক্তি দেখিয়ে প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর পরই অধিবেশন কক্ষেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। পরে অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন তাঁরা। পরিবর্তে বিধানসভা ভবনের বাইরে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময়েই তিনি জানান, তাঁরা রাজ্য বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছেন।

আরও পড়ুন বাংলাতেও হবে ভারত জোড়ো যাত্রা, আসতে পারেন রাহুল গান্ধিও

শুভেন্দু এদিন জানান, ‘মুলতুবি প্রস্তাবের প্রস্তাবক হিসাবে নাম ছিল পদ্ম শিবিরের বিধায়ক গোপাল সাহা, হিরণ চট্টোপাধ্যায়-সহ মোট ৪ জনের। স্পিকার এই ৪ জনের বক্তব্য শুনতে চান। ৪ জন যখন বিধানসভায় স্লোগান দিচ্ছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন স্পিকার তাঁদের বলতে বলেন। সেই সময় বিধানসভায় আলোচনার পরিবেশ ছিল না। স্পিকার ৪ জনের নাম বলার পরেও কেউ বক্তব্য রাখেননি। এরপরই স্পিকার জানিয়ে দেন, এই ৪ জন অধিবেশনের পরবর্তী ২ দিন কোনও প্রস্তাব আনতে পারবেন না। প্রস্তাবে স্বাক্ষরও করতে পারবেন না। এই কাজ স্পিকারের ‘এক্তিয়ার বহির্ভূত’। রাজ্য মন্ত্রিসভা রাজ্য বিধানসভার কাছে দায়বদ্ধ। তাই বিচারাধীন বিষয়ের যুক্তিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে বিধানসভায় আলোচনা করা আটকানো যায় না। স্পিকার এমন ভূমিকা নিতে থাকলে আমরাও বাজেট অধিবেশনে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে বাধ্য হবো। তবে এ বিষয়ে আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেতলার ছাতু ব্যবসায়ীর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করল আয়কর দফতর

বরাহনগরের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা

সোমবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে

কলকাতায় নতুন ছবির শুটিংয়ে এলেন কাজল ও রণিত রায়, যাবেন বোলপুরেও

স্বপনে জেরবার বিজেপি, বারাসত হয়ে যাচ্ছে আসানসোল

রাজ্যের চাহিদা অনুযায়ীই কেরোসিন বরাদ্দ করবে কেন্দ্র, নির্দেশ হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর