এই মুহূর্তে




নাড়ি না কেটে প্রসব, সুস্থ সবল-নীরোগ শিশুর জন্মে দিশা দেখাল বাংলা




নিজস্ব প্রতিনিধি : সন্তান প্রসবের ক্ষেত্রে নয়া পদ্ধতি বাংলায়। এতদিন নাড়ি কেটে সন্তানের জন্ম দিতেন মা। এবার জন্মের সঙ্গে সঙ্গে নাড়ি না কেটে অপেক্ষা করছেন চিকিৎসকরা। এবার গর্ভের প্লাসেন্টা স্বাভাবিকভাবে বেরিয়ে আসার পরেই ছিন্ন করা হচ্ছে নাড়ি। আর এতেই সুস্থ, সবল ও রোগ প্রতিরোধ ক্ষমতায় পুষ্ট সন্তানের জন্ম হচ্ছে। কমেছে জন্ডিসের মাত্রাও। রাজ্যেই এই পদ্ধতিতে প্রথম শুরু হল সন্তান প্রসব।

নয়া নিয়মে জন্মের প্রায় ৪-৫ মিনিট পরে নাড়ি কাটা হচ্ছে। প্রসব হওয়ার পর থেকে নাড়ি কাটা পর্যন্ত মায়ের সংস্পর্শেই রাখা হচ্ছে শিশুকে। বৃহস্পতিবার কলকাতা মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগে, দেড়শো প্রসূতির উপর হওয়া এই সমীক্ষা তুলে ধরলেন প্রিন্সিপাল ইনভেস্টিগেটর স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক ডা. রামপ্রসাদ দে, নিওনেটাল বিভাগের ডা. দীনেশ মুন্যা।

জানা গিয়েছে, গত কয়েকদিনে রাজ্যের বেশ কয়েকটি সরকারি হাসপাতালে এই পদ্ধতিতে জন্ম হয়েছে শিশুদের। চিত্তরঞ্জন সেবাসদনে প্রায় ৪০০ প্রসূতির উপর এনিয়ে দীর্ঘ সমীক্ষা করা হয়েছে। পাশাপাশি মেডিক্যাল কলেজে সিজারিয়ান ও নর্মাল মিলিয়ে এই বিশেষ পদ্ধতিতে ৫০টি শিশুর প্রসব সম্পূর্ণ হয়েছে। শুধু কলকাতাই নয়, জেলার হাসপাতালেও একই চিত্র ধরা পরেছে। ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা গত চারদিন ধরে এই পদ্ধতিতে প্রসব শুরু করেছেন। পিজি হাসপাতালেও একই পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের। সদ্যোজাত শিশুরোগ বিশেষজ্ঞ ও স্বাস্থ্যদপ্তরের উপদেষ্টা ডাঃ অরুণ সিং জানান, ‘এই পদ্ধতিতে প্রসব করা হলে সদ্যোজাতের শরীরে রক্ত সঞ্চালন বেশি হয়। অক্সিজেন বেশি পরিমাণে পায়। হার্টের গতি সঠিক থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি হয়।

সমীক্ষায় জানা গিয়েছে,  মায়ের গর্ভে প্লাসেন্টায় থাকে শিশু। অ্যাম্বিলিকাল কর্ডের মাধ্যমে এটি মা ও ভ্রুণের মধ্যে সংযোগ স্থাপন করে। এই অ্যাম্বিলিকাল কর্ডের মধ্যে দিয়ে ভ্রুণে অক্সিজেন এবং পুষ্টি শিশুর শরীরে যায়। তাই জন্মের সঙ্গে সঙ্গে নাড়ি না কেটে নাড়িসুদ্ধ প্রসব হলে অক্সিজেন দীর্ঘক্ষণ শিশুর শরীরে যায়।এরপলে শিশুর জন্মের সঙ্গে সঙ্গে অক্সিজেন মাত্রা বেশি থাকে। এসএনসিইউ সাপোর্টের পরিমাণ কম লাগে। খরচও বাঁচে অনেকটাই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মা ভাড়া করে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে জাল নথিপত্র বানিয়ে গ্রেফতার ২

২১ জুলাইয়ের মঞ্চে টলিউডের নতুন তারকাদের থাকার সম্ভাবনা

কেরলে রাজমিস্ত্রির কাজে গিয়ে জলঙ্গীর পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু

২১ জুলাইয়ে কী চলবে অতিরিক্ত ট্রেন ও মেট্রো? অফিস যাওয়ার আগে জেনে নিন

চলে গেলেন ২১জুলাই মমতার আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া বাগনানের অনিল মিশ্র

ভার্চুয়ালি আলাপ! ঘুরতে বেরিয়ে ধর্ষিত ২ তরুণী, গ্রেফতার ৩, পলাতক ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ