একা নয় Adeno, বঙ্গে হামলার দোসর আরও ৮ Virus

Published by:
https://www.eimuhurte.com/wp-content/uploads/2021/09/em-logo-globe.png

Koushik Dey Sarkar

18th March 2023 1:09 pm | Last Update 18th March 2023 1:15 pm

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের স্বাস্থ্য দফতর(Health Department) সূত্রে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বাংলার(Bengal) বুকে এখন ঘরে ঘরে চলছে জ্বর-সর্দি-কাশির সমস্যা। ছোটরা তো বটেই, বড়রাও শ্বাসনালীর সংক্রমণের শিকার। অনেকেই ভুগছেন শ্বাসকষ্টে। স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, ঘরে ঘরে এই সর্দি কাশির নেপথ্যে কাজ করছে ৯টি Virus’র হামলাবাজি। এতদিন সামনে এসেছিল এই সব ঘটনার পিছনে রয়েছে Adeno Virus। কিন্তু এখন দেখা যাচ্ছে এই হামলাবাজি একা Adeno চালাচ্ছে না। তার সঙ্গে হামলাবাজির দোসর হয়েছে আরও ৮টি Virus। আর এদের জন্য কার্যত ৯ রকমের ভাইরাল সংক্রমণ এখন ছেয়ে রয়েছে বাংলা। কিন্তু বাংলার বুকে Viral Panel Test হাতেগোনা কয়েকটি ল্যাবেই হয় এবং বেসরকারি ক্ষেত্রে তা যথেষ্ট ব্যয়বহুল। তাই রোগনির্ণয় করে নির্দিষ্ট ওষুধ দেওয়ার বদলে চিকিৎসকরা একপ্রকার বাধ্য হয়েই উপসর্গভিত্তিক চিকিৎসা করছেন। ফলে তুলনায় সস্তা ও সুলভ Rapid Antizen Test বা RAT Kitt’র দাবি উঠছে তাঁদের একাংশ থেকে।

আরও পড়ুন এপ্রিল থেকে কলকাতা সহ ৫ জেলায় Petrol Pump-এ নাও মিলতে পারে জ্বালানী

স্বাস্থ্যভবন সূত্রে খবর, রাজ্যের ১২টি সরকারি এবং কলকাতার আটটি বেসরকারি হাসপাতালে Viral Panel Test বা VPT হয়। রাজ্যের ১২টি সরকারি হাসপাতালের মধ্যে আবার নাইসেডের পাশাপাশি চারটি মেডিকেল কলেজও আছে। চলতি বছরের শুরুর দিক থেকে শ্বাসকষ্টের শিকার হয়ে যে সব শিশু ও বৃদ্ধ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের Viral Panel Test করে দেখা যাচ্ছে, প্রায় অর্ধেক সংক্রমণের নেপথ্যে রয়েছে Adeno Virus। পাশাপাশি রয়েছে RSV বা Respiratory Syncytial Virus-ও। আবার আছে Influenza-A’র নানা সাবটাইপ ভাইরাসও, যেগুলি মূলত শিশুদের মধ্যেই সীমাবদ্ধ। এ ছাড়াও ছোট-বড় নির্বিশেষে সংক্রমণ ছড়িয়েছে Rino Virus, Para Influenza, Influenza-B, Human Metanewmo Virus’র মতো একগুচ্ছ ভাইরাস। চিকিৎসকদের দাবি, Viral Panel Test’র সুবিধা খুব বেশি জায়গায় না-থাকায় এবং তা ব্যয়বহুল হওয়ায় সঙ্কটজনক রোগী ছাড়া কারও পরীক্ষাটাই করা হচ্ছে না। আর তাই চোখ বুঝে বলে দেওয়া যাচ্ছে না বাংলার ঠিক কতজন এই ধরনের ভাইরাসের হামলাবাজির শিকার হয়েছেন।  

আরও পড়ুন বাংলার পরিযায়ী আদিবাসী শ্রমিকের কিডনি চুরি ভিন রাজ্যে

তাঁদের আরও দাবি, বেসরকারি হাসপাতালে Viral Panel Test’র খরচ ৯ হাজার থেকে ২২ হাজার টাকা পর্যন্ত। তাই অধিকাংশ ক্ষেত্রেই টেস্ট না-করেই রোগীর লক্ষণ-উপসর্গ দেখে অনুমানভিত্তিক চিকিৎসা করতে হচ্ছে। সব রোগীর টেস্ট করা গেলে তার ফলাফল যে আরও ভালো হতো, এ নিয়ে কোনও সন্দেহ নেই। Adeno Virus সংক্রমণে সিডোফোভির, Influenza-A সংক্রমণে ওসেল্টামিভির খুব ভালো কাজ করে। কিন্তু সংক্রমণটা আদতে কী, সেটাই অধিকাংশ সময়ে জানা হয়ে ওঠে না। শুধুমাত্র খরচের কারণেই সিংহভাগ ক্ষেত্রে পরীক্ষাটা করা হয় না। একমাত্র গুরুতর অসুস্থের চিকিৎসাতেই Viral Panel Test করা হয়। এর বদলে যদি Rapid Antizen Test বা RAT Kitt থাকত, তা হলে সব রোগীর ক্ষেত্রেই প্রয়োজনে জেনে নেওয়া যেত, কোন ভাইরাসের সংক্রমণে রোগী অসুস্থ হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের ধারণা, RAT Kitt বাজারে এলে, গোড়ায় কিছুটা ব্যয়বহুল থাকলেও পরে তার দাম কমে ৫০০-৭০০ টাকায় দাঁড়াবে। ফলে চিকিৎসাও হবে অনেক সুনির্দিষ্ট। কিন্তু সেখানেও মুশকিল রয়েছে। Viral Panel Test’র তুলনায় এই RAT Kitt’র সেনসিটিভিটি কম। তাই বাংলায় দাপট অব্যাহত র‍য়েছে ৯টি ভাইরাসের।

More News:

Leave a Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এক ঝলকে

জেলা ভিত্তিক সংবাদ

Alipurduar Bankura PurbaBardhaman PaschimBardhaman Birbhum Dakshin Dinajpur Darjiling Howrah Hooghly Jalpaiguri Kalimpong Cooch Behar Kolkata Maldah Murshidabad Nadia North 24 PGS Jhargram PaschimMednipur Purba Mednipur Purulia South 24 PGS Uttar Dinajpur

Subscribe to our Newsletter

397
মিশন দিল্লি, পিকের চাণক্যনীতি কতটা কাজ দিল মমতার?

You Might Also Like