এই মুহূর্তে




মহেশতলায় নার্সের রহস্যমৃত্যু, বাড়ির অদূরেই উদ্ধার দেহ




নিজস্ব প্রতিনিধি : মহেশতলায় নার্সের রহস্যমৃত্যু। বাড়ির কাছে গলিতে অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার। বিদ্যাসাগর হাসপাতালে (Vidyasagar Hospital)  নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা। মৃতার নাম শিল্পী বিবি। মহেশতলা (Maheshtala) পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি।

জানা গিয়েছে, মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে স্বামীর সঙ্গে থাকতেন তিনি। শনিবার গভীর রাতে হয়ে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় খুঁজতে বের হন তাঁরা স্বামী। এলাকায় রাস্তার মধ্যে অচেতন  অবস্থায় মহিলাকে পড়ে থাকতে দেখা যায়। বাড়ি গলির কাছেই ওই মহিলাকে পড়ে থাকতে দেখতে পান তাঁর স্বামী। এরপর স্থানীয়দের নিয়ে দ্রুত বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই পুলিশে খবর দেন স্বামী। খবর পেয়েই তাড়াতাড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতা মহিলা নার্সের কাজ করতেন বলে জানা গিয়েছে। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

ইতিমধ্যে তদন্তকারীরা মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে। স্ত্রীকে তিনি শেষ কখন দেখেছন, কখন শিল্পী বাইরে বের হয়েছিলেন সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যে বাড়ির সামনে মৃতদেহ পড়েছিল সেই বাড়ির মালিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর স্ত্রীকে খুন করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন স্বামী। কিন্তু কে বা কারা তাঁর স্ত্রীকে খুন করেছেন সেই বিষয়ে এখনো কিছু বলতে পারেননি। মৃতার কাজের জায়গাতে গিয়েও খোঁজ খবর করার কথা ভাবছে পুলিশ। সেখানেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অরফানগঞ্জ সমস্যা আলোচনায় না মিটলে ফোর্স ব্যবহার করা হবে বলে জানিয়ে দিলেন ফিরহাদ

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায়

বুধবারের ‘কর্মনাশা’ ধর্মঘট নিয়ে কড়া রাজ্য, অনুপস্থিত থাকলে কাটা যাবে বেতন

রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হলেন সিদ্ধিনাথ গুপ্তা, সরলেন জ্ঞানবন্ত সিং

আরজি কর কাণ্ডে বড় বিপাকে সন্দীপ ঘোষ

প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মারধরে অভিযুক্ত নেত্রীকে তাড়িয়ে দিল তৃণমূল

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ