এই মুহূর্তে




মাঝরাতে টালা থানার OC বদল, আর সকালে সন্দীপের দুয়ারে হাজির ED

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: অদ্ভূত সমাপতন। বৃহস্পতিবার মাঝরাতে বদলি(Transfer) করা হয়েছে টালা থানার(Tala Police Station) OC-কে, আর শুক্রবার সকালেই সন্দীপ ঘোষের(Sandip Ghosh) বাড়িতে হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED। সমাপতন কোথায়? কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের(R G Kar Medical College and Hospital) অধ্যক্ষ্য ছিলেন সন্দীপ ঘোষ এবং এই হাসপাতালের অবস্থান টালা থানার অধীনেই। তার থেকেও বড় কথা টালা থানার OC ছিলেন যিনি সেই অভিজিৎ মণ্ডল(Abhijit Mondol) রীতিমত সন্দীপ ঘনিষ্ঠ হিসাবে চিহ্নিত। আর জি কর তদন্তের মাঝে বার বার এই পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই পুলিশ আধিকারিকই কিনা বদলি হয়ে গেলেন মাঝরাতে। আর সেই বদলির পরে পরেই এদিন সকালে সন্দীপের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে বাড়ির দরজা না খোলায় এদিন ED’র আধিকারিকেরা কেউই সন্দীপের বাড়িতে ঢুকতে পারেননি। দরজা বাইরে থেকে তালাবন্ধ থাকায় সিজিও কমপ্লেক্সে ফিরে যান তদন্তকারীরা।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো কালীপুজোর পরেই বর্ধমানে শুরু হবে ‘শিল্প-সেতু’র নির্মাণ কাজ

জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে টালা থানার OC-কে বদলির নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, অভিজিৎ মণ্ডল নিজেই শারীরিক অসুস্থতার জন্য ডিউটি থে্কে অব্যাহতি চেয়েছিলেন। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে অর্থাৎ টালা থানার নতুন OC হয়েছেন মলয় দত্ত। তিনি শ্যামপুকুর থানার Additional OC পদে ছিলেন। অভিজিৎ মণ্ডলকে নিয়ে আর জি কর ঘটনার আবহে বারবার বিতর্ক দানা বেঁধেছে। সর্বশেষ বিতর্ক হয় তাঁর অসুস্থতা নিয়ে। এই আবহে বদলির নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর জি কর টালা থানার আওতাধীন। ফলে এই ঘটনায় যাবতীয় প্রাথমিক অভিযোগ সেখানেই গিয়েছে। আর প্রথম থেকেই আর জি কর কাণ্ডে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। তদন্তের স্বার্থে অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য তলবও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। কেস ডায়েরি সহ তলব করেছিলেন তদন্তকারীরা। এরইমধ্যে গত ৪ তারিখ অসুস্থ হয়ে পড়েন অভিজিৎ। বুকে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে হাসপাতালে ভর্তি নিয়েও সে এক নাটকীয়তা চলে। প্রায় ১০ ঘণ্টা শহরের ৮টি হাসপাতালে ঘুরে বেড়ান টালা থানার ওসি। দমদম থেকে সল্টলেক, আলিপুর, দক্ষিণ কলকাতা, এমনকী ইএম বাইপাসের একাধিক হাসপাতালেও যান বলে খবর। তবে তাঁর শরীরে কোনও অস্বাভাবিকত্ব ধরা পড়েনি। সব কিছুই নাকি ‘Normal’ ছিল।

আরও পড়ুন, বাংলায় এবার হাড়া কাঁপানো ঠাণ্ডা, নেপথ্যে ‘লা-নিনা’

এর আগে গত ২৫ অগস্ট সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দিয়েছিল CBI। আর এদিন হানা দিয়েছে ED। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ সন্দীপের বেলেঘাটার বাড়ির সামনে পৌঁছন ED’র আধিকারিকেরা। তবে দরজা বাইরে থেকে তালাবন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারেননি তাঁরা। কিছু ক্ষণ অপেক্ষা করার পরে গাড়ি নিয়ে সিজিও কমপ্লেক্সে ফিরে যান তদন্তকারীরা। তবে সন্দীপের বাড়ির সামনে পাহারায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। সন্দীপের বাড়িতে এখনও ঢুকতে না পারলেও আরও ৩ জনের বাড়িতে শুক্র-সকালেই পৌঁছে গিয়েছে ED। এই ৩ জন হলেন বিপ্লব সিংহ, কৌশিক কোলে ও প্রসূন চট্টোপাধ্যায়। গত সোমবার সন্দীপের পাশাপাশি CBI গ্রেফতার করেছিল এই ৩জনকেই। এদিন হাওড়ায় তল্লাশি চলছে বিপ্লব সিংহ এবং কৌশিক কোলের বাড়িতে। তল্লাশি চলছে সুভাষগ্রামে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও। প্রতিটি ক্ষেত্রে তদন্তকারীদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। ED সূত্রে জানা গিয়েছে, আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার তদন্তের জন্যই তাদের এই তল্লাশি অভিযান। তবে সকাল ৯টা ১৫ মিনিটে সন্দীপের বাড়ির বাইরের দরজায় তালা খোলার পরে ভিতরে ঢুকতে পান ED’র আধিকারিকেরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধর্ষণকাণ্ডে কেন্দ্রীয় সরকার যে নয়া আইন প্রণয়ন করবে তাতে সমর্থন থাকবে সংঘের: মোহন ভাগবত

মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি

আরজি কর হাসপাতালে তদন্তে গিয়ে নার্সিংস্টাফদের বিক্ষোভের মুখে সিবিআই অফিসাররা

‘অনুপ্রবেশ’ নিয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে কড়া হুঁশিয়ারি বিএসএফের

হাসপাতালের উন্নয়নে বরাদ্দ ১০০ কোটি টাকা, জানালেন মুখ্যসচিব  

রবি ঠাকুরের নোবেল খোঁজার মতো আরজি কর কাণ্ডের প্রমাণ হাতড়ে বেড়াচ্ছে সিবিআই

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর