নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে রাজ্যের মধ্যে থাকা সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি স্কুলগুলিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রতিটি স্কুলে অন্তত ১জন করে শিক্ষক নিয়োগ করা হবে। তবে একসঙ্গে এই ৮০ হাজার শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হবে না। আগামী ৫ বছর ধরে ধাপে ধাপে তা নিয়োগ করা হবে। অর্থাৎ প্রতি বছরে ১৬ হাজার করে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের পথে হাঁটা দিতে চলেছে বাংলার ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
গতকাল অর্থাৎ শনিবার প্রকাশিত হয়েছে রাজ্যের নিজস্ব শিক্ষানীতি। সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে রাজ্যের প্রতিটি সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি স্কুলগুলিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য Special Educator নিয়োগ করা হবে। রাজ্যের প্রতিটি সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি স্কুলগুলিতে একজন করে এই Special Educator নিয়োগ করা হবে। সেই হিসাবে নিয়োগের সংখ্যা ৮০ হাজারের আশেপাশেই থাকবে। সম্প্রতি রাজ্যের Special Educator-দের তরফে স্মারকলিপি দেওয়া হয়েছিল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। সেখানেও তিনি এই শিক্ষকদের আশ্বাস দিয়েছিলেন। এখন দেখা যাচ্ছে সেই আশ্বাস এবার বাস্তবায়নের পথে হাঁটা দিতে চলেছে।
প্রসঙ্গত, Rehabilitation Council of India বা RCI অনুমোদিত Special B.Ed. বা Special DL.Ed. কোর্স করা প্রার্থীরাই এক্ষেত্রে অর্থাৎ Special Educator হিসাবে নিয়োগ পাওয়ার যোগ্য। ফলে তাঁদের কাছেও কাজের সম্ভাবনা বাড়তে চলেছে। তবে, শুধু নিয়োগই নয়, এ ধরনের শিশুদের শিক্ষার উন্নতিতে পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টও রাজ্যগুলিকে এ ব্যাপারে এগিয়ে আসার নির্দেশ দিয়েছে। সব মিলিয়ে বাংলার যে সব যুবক-যুবতীর Special B.Ed. বা Special DL.Ed. কোর্স করা আছে তাঁদের সামনে সরকারি চাকরির একটা বড় দরজা খুলে যাচ্ছে।