নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টে শুভেন্দু অধিকারীকে নিয়ে শোরগোল। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে শুক্রবার কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে গেট বি দিয়ে ঢোকার সময় সামনাসামনি হতে হয় নিরাপত্তারক্ষীদের। নিরাপত্তারক্ষীরা তাঁকে বন্দুক রেখে ভিতরে যেতে বলেন। কিন্তু বিরোধী দলনেতা নিয়ম মানতে নারাজ।
সাধারণত অনুমতি ছাড়া আদালতের ভিতরে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করা যায় না। এমনকি পুলিশ বা সেনা আধিকারিকদের সঙ্গে আগ্নেয়াস্ত্র থাকলে তাঁরাও তা বাইরে নির্দিষ্ট একটি জায়গায় রেখে কোর্টের ভিতরে প্রবেশ করেন।
শুক্রবার হাইকোর্টে মামলা দায়ের করতে যান বিরোধী দলনেতা। নিরাপত্তারক্ষীদের বাইরে রেখে বি-গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে যান তিনি। সঙ্গে ছিলেন আইনজীবীরা। এমন সময় গেটের সামনে দাঁড়িয়ে থাকা এক পুলিশকর্মী শুভেন্দুর উদ্দেশে বলেন, ‘‘বন্দুক বাইরে রেখে যাবেন। ভিতরে নিয়ে যাওয়া যাবে না।’’ কিন্তু নিয়ম মানতে নারাজ বিরোধী দলনেতা উল্টে মন্তব্য করেন, ‘‘রাজ্যের কোনও মন্ত্রী এলে এটা বলতে পারবেন!’’
শুক্রবারই বাকুঁড়ার কোতুলপুরে পদযাত্রা করার কথা ছিল শুভেন্দুর। কিন্তু প্রশাসনিক অনুমতি না মেলায় সেই কর্মসূচি বাতিল হয়েছে। দৈনন্দিন নানা কাজকর্মে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলে এদিন হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। কিন্তু বিরোধী দলনেতা রাজ্যের সর্বোচ্চ আদালতে এসে নিজেই লঙ্ঘণ করলেন আইন কানুন। সবাই নাকি রাজ্য়ের ‘তাঁবেদারি’ করছে। তিনি প্রমাণ করে দিলেন তিনি সব আইনের উর্ধ্বে।