এই মুহূর্তে




কালীগঞ্জের উপনির্বাচনে তৃণমূলের জয়ে মানুষকে ধন্যবাদ মমতার




নিজস্ব প্রতিনিধি:নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ফের সবুজ ঝড়। বিজেপি এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে কয়েক যোজন পিছনে ফেলে জয়ের মুখে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। অষ্টাদশ রাউন্ডের শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় ৪৮ হাজার ভোটে এগিয়ে রযেছেন তিনি। সরকারিভাবে ফলাফল ঘোষিত না হলেও কালীগঞ্জ আসন যে তৃণমূলের থাকছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাই সরকারিভাবে ফলাফল ঘোষিত হওয়ার আগেই তৃণমুলের প্রতি আস্থা দেখানোয় কালীগঞ্জের ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (২৩ জুন) দুপুরে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।’

তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমদের অকালপ্রয়াণের কারণে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচনের আয়োজন করা হয়েছিল। গত বৃহস্পতিবার (১৯ জুন) ভোট নেওয়া হয়। উপনির্বাচনে ভোট পড়েছিল সাড়ে ৭২ শতাংশ। যা নজিরবিহীন বটেই। ফলে জল্পনা চলছিল, তবে কি কোনও অঘটন ঘটবে? সোমবার (২৩ জুন) সকাল থেকে কড়া নিরাপত্তায় শুরু হয় ভোটগ্রহণ। প্রথম রাউন্ড থেকেই বাকি দুই প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে এগিয়ে যেতে থাকেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তারপর থেকে প্রতিটি রাউন্ড ব্যবধান বাড়িয়ে প্রতিপক্ষদের তুলনায় এগিয়ে গিয়েছেন। এক সময়ে ধরাছোঁয়ার বাইরে চলে যান।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজোর পরই ফের বসছে শিল্প সম্মেলন, জানালেন অমিত মিত্র

পথ নিরাপত্তা সপ্তাহে ইউনাইটেড মিশনারি গালর্স হাইস্কুলের পড়ুয়াদের অভিনয়ে মুগ্ধ মমতা

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিদ্রোহে ইতি? আচমকাই সল্টলেকের বিজেপি অফিসে হাজির ‘অভিমানী’ দিলীপ

নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য ও এসএসসি

আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে ফের রাত জাগোর ডাক ‘বামঘেঁষা’ জুনিয়র চিকি‍ৎসকদের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ