এই মুহূর্তে

কেন্দ্রের পদ্মশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কাছে ধাক্কা, প্রতিবাদ কবীর সুমনের

নিজস্ব প্রতিনিধি: ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম সম্মান ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সেইমতোই গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে পদ্ম সম্মানের তালিকা প্রকাশ করা হয়। যার মধ্যে নাম ছিল ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়ের। কিন্তু ৯০ বছরের এই কিংবদন্তি গায়িকাকে পদ্মশ্রী দেওয়ার সিদ্ধান্তে ক্ষুদ্ধ পরিবার ও খোদ শিল্পী। তাই ঘোষণার পরেই মঙ্গলবার রাতেই পদ্ম সম্মান ফিরিয়ে দেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আর এই ঘটনায় কিংবদন্তির পাশে দাঁড়িয়ে কেন্দ্রের সমালোচনা করেছেন কবীর সুমন। সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দেওয়ার কেন্দ্রের সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করে সাংবাদিক বৈঠক করেন বাংলার বিদ্দ্বজনেরা। গায়ক কবীর সুমন, সাহিত্যিক আবুল বাশার, পরিচালক-প্রযোজক সুদেষ্ণা রায় ও শিল্পী শুভাপ্রসন্ন।

এই বয়সে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী আদপে অপমান বলেই তোপ দাগেন কবীর সুমন। তিনি প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘অনেক শিল্পীই পদ্মভূষণ সম্মান পেয়েছেন। তাঁদের থেকে অনেক উপরে সন্ধ্যা মুখোপাধ্যায়। বহু কিংবদন্তি সুরকারের সুরে গান গেয়েছেন তিনি, খুব খারাপ লাগছে। হাসির ওপারে চলে গিয়েছে কেন্দ্র সরকার। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান ছিল বাংলা প্রাণ। পদ্মশ্রী দিতে চেয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়কে অপমান করল কেন্দ্র সরকার। এই বয়সে সন্ধ্যাদিকে পদ্মশ্রী দেওয়া ধাক্কা একটা। খুবই খারাপ লাগছে।’ তীব্র প্রতিবাদ জানিয়েছেন, সাহিত্যিক আবুল বাশার। তিনি বলেছেন, প্রকৃত প্রতিভাকে অসম্মান জানায় কেন্দ্র। বাঙালিদের প্রতি অসম্মান, ও ঘৃণা কেন্দ্রের। বাঙালির রোম্যান্সের শুরু সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান দিয়ে। তাঁর সঙ্গে এমন আচরণ!’

সন্ধ্যা মুখোপাধ্যায় ও তাঁর পরিবারের তরফে গত মঙ্গলবারই পদ্মসম্মান ফেরানোর কথা কেন্দ্রকে জানিয়ে দেওয়া হয়। শিল্পী মঙ্গলবারই জানিয়েছেন, ‘আমার শরীরটা বেশ খারাপ। আমাকে পদ্মশ্রী নেওয়ার কথা বলা হয়েছিল, দিল্লি থেকে ফোন করা হয়েছে। আমি বলেছি না আমি পারব না এই সম্মান নিতে যেতে। তাঁরা কারণ জানতে চায়, আমি বলেছি আমার মন চাইছে না। এটা অনেক বড় অপমান আমার জন্য। এই অপমানের সম্মান আমি গ্রহণ করতে পারব না। আমি কি কাজ করেছি ওঁরা তা জানে না। আমায় চেনেও না। সঙ্গীত জগতে সম্পর্কেও ওরা অবগত নয়। তাই কিছু না জেনেই কথা বলেছে, সেটাই খারাপ লাগা। একেবারে ঘোষণার শেষ পর্যায়ে এসে আমায় ফোন করছে, এতদিন পর মনে হল ওঁদের, আমি ঠিকমত দাঁড়াতে পারি না এখন, মঞ্চে গিয়ে কীভাবে গ্রহণ করব এই সম্মান?’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২৪’র ভোটে বাংলায় স্পেশাল পুলিশ অবজার্ভার বিজেপি ঘনিষ্ঠ অনিল কুমার শর্মা

ইডি-র ওপর হামলার তদন্তে সন্দেশখালির দুই বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

শেষ হয়ে গেল রাজ্য সরকারের অর্থবর্ষ, সমস্যায় বেশ কিছু দফতর

বাড়ি বাড়ি যাবে লক্ষ্মীর ভান্ডারের শুভেচ্ছা বার্তা

কলকাতা বিমানবন্দরে আত্মহত্যার চেষ্টা CISF জওয়ানের

দমদম বিমানবন্দরে দুই বিমানের মধ্যে ধাক্কা, অল্পের জন্য রক্ষা শতাধিক যাত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর