জেলেই খুন করা হতে পারে পামেলাকে! আদালতের দ্বারস্থ নেত্রীর বাবা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: কোকেন কাণ্ডে নতুন মোড়। আলিপুরে কোকেন সহ ধৃত পামেলা গোস্বামীর প্রাণনাশের আশঙ্কা রয়েছে। এই মর্মে নিজের বাবার কাছে গতকাল পামেলা জানান, তাঁকে জেলবন্দি অবস্থাতেই কেউ খুন করতে পারে। আর সেই কথার ভিত্তিতেই ও বিজেপি নেত্রীর নির্দেশেই তাঁর বাবা এদিন আলিপুর আদালতে আইজীবিদের মাধ্যমে বিশেষ আবেদন করেন পামেলার বাবা। নিজের মেয়ের নিরাপত্তার জন্য জেল বদলানো হোক কিংবা নিরাপত্তা আরও বাড়ানো হোক। এই দাবি জানিয়েই আলিপুর আদালতে এই আবেদন জানিয়েছেন বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী।
আদালতের তরফে সেই আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। গত ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ নাগাদ মাদক কাণ্ডে পুলিশের হাতে গ্রেফতার হন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী ও তাঁর বিশেষ বন্দু প্রদীপ কুমার দে। তারপরেই একাধিক তথ্য পুলিশের হাতে উঠে আসায় এবং পামেলার বক্তব্যের ভিত্তিতে গেফতার হন বিজেপি নেতা রাকেশ সিং। কিছুদিন আগেই জানা যায় হুমকি ধমকির জেরে পামেলার মামলা থেকে সরে দাঁড়িয়েছেন তাঁর আইনজীবী শুভদীপ রায়। পামেলা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর মামলাটি দেখছিলেন শুভদীপ। কিন্তু লাগাতার ভাবে তাঁকে প্রাণে মারা হুমকি দেওয়া ছাড়াও তাঁর পরিবারেরও বড় ধরনের ক্ষতি করার হুমকিধমকি দেওয়ায় তিনি এই মামলা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
মাদক মামলায় ধৃত বিজেপি মহিলা মোর্চার নেত্রী পামেলা গোস্বামী এবং বিজেপি নেতা রাকেশ সিংহ পুলিশ হেফাজতে রয়েছেন। গোয়েন্দাদের পামেলা জানিয়েছিলেন, তিনি ‘ষড়যন্ত্র’-র শিকার। অন্য দিকে, রাকেশও বলেছেন, তাঁর সঙ্গেও নাকি ‘ষড়যন্ত্র’ হয়েছে। যদিও এখনও স্পষ্ট নয় মাদক মামলার মূল চক্রী কে? লালবাজার সূত্রে খবর, মাদক-কাণ্ডে অন্তত দু’ডজন ব্যক্তিকে জেরার তালিকা তৈরি করেছেন গোয়েন্দারা। তার মধ্যে ১২ জনকে ইতিমধ্যেই এক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ৩ রাজ্যে জোর তল্লাশিও চালিয়েছে পুলিশ। কলকাতা এবং সংলগ্ন জেলার বহু সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের হাতে আসা, এসএমএস, হোয়াটসঅ্যাপ এবং কিছু ভিডিয়ো খতিয়ে দেখছেন গোয়েন্দারা। মাদক মামলায় যা অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ’ বলে মনে করছে লালবাজার। ১০ লক্ষ টাকারও বেশি মূল্যের কোকেন এক সঙ্গে কলকাতা থেকে এর আগে কবে উদ্ধার হয়েছে, তা মনে করতে পারছেন না গোয়েন্দা বিভাগের আধকারিকেরাও। ২০ গ্রাম কোকেন উদ্ধারের ঘটনা ঘটেছিল বেশ কয়েক বছর আগে। কিন্তু একজন ৯০ গ্রাম কোকেন গাড়ি করে নিয়ে যাচ্ছে, তেমন ঘটনা লালবাজারের গোয়েন্দাদেরও মনে পড়ছে না।
আদালতের তরফে সেই আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। গত ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ নাগাদ মাদক কাণ্ডে পুলিশের হাতে গ্রেফতার হন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী ও তাঁর বিশেষ বন্দু প্রদীপ কুমার দে। তারপরেই একাধিক তথ্য পুলিশের হাতে উঠে আসায় এবং পামেলার বক্তব্যের ভিত্তিতে গেফতার হন বিজেপি নেতা রাকেশ সিং। কিছুদিন আগেই জানা যায় হুমকি ধমকির জেরে পামেলার মামলা থেকে সরে দাঁড়িয়েছেন তাঁর আইনজীবী শুভদীপ রায়। পামেলা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর মামলাটি দেখছিলেন শুভদীপ। কিন্তু লাগাতার ভাবে তাঁকে প্রাণে মারা হুমকি দেওয়া ছাড়াও তাঁর পরিবারেরও বড় ধরনের ক্ষতি করার হুমকিধমকি দেওয়ায় তিনি এই মামলা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
মাদক মামলায় ধৃত বিজেপি মহিলা মোর্চার নেত্রী পামেলা গোস্বামী এবং বিজেপি নেতা রাকেশ সিংহ পুলিশ হেফাজতে রয়েছেন। গোয়েন্দাদের পামেলা জানিয়েছিলেন, তিনি ‘ষড়যন্ত্র’-র শিকার। অন্য দিকে, রাকেশও বলেছেন, তাঁর সঙ্গেও নাকি ‘ষড়যন্ত্র’ হয়েছে। যদিও এখনও স্পষ্ট নয় মাদক মামলার মূল চক্রী কে? লালবাজার সূত্রে খবর, মাদক-কাণ্ডে অন্তত দু’ডজন ব্যক্তিকে জেরার তালিকা তৈরি করেছেন গোয়েন্দারা। তার মধ্যে ১২ জনকে ইতিমধ্যেই এক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ৩ রাজ্যে জোর তল্লাশিও চালিয়েছে পুলিশ। কলকাতা এবং সংলগ্ন জেলার বহু সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের হাতে আসা, এসএমএস, হোয়াটসঅ্যাপ এবং কিছু ভিডিয়ো খতিয়ে দেখছেন গোয়েন্দারা। মাদক মামলায় যা অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ’ বলে মনে করছে লালবাজার। ১০ লক্ষ টাকারও বেশি মূল্যের কোকেন এক সঙ্গে কলকাতা থেকে এর আগে কবে উদ্ধার হয়েছে, তা মনে করতে পারছেন না গোয়েন্দা বিভাগের আধকারিকেরাও। ২০ গ্রাম কোকেন উদ্ধারের ঘটনা ঘটেছিল বেশ কয়েক বছর আগে। কিন্তু একজন ৯০ গ্রাম কোকেন গাড়ি করে নিয়ে যাচ্ছে, তেমন ঘটনা লালবাজারের গোয়েন্দাদেরও মনে পড়ছে না।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
Leave A Comment