উলুবেড়িয়ার হাসপাতালে পুলিশের সামনেই আক্রান্ত পাপিয়া
Share Link:

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার তৃতীয় দফার ভোটে ফের ধরা পড়ল সেই চেনা চিত্র। এবার উলুবেড়িয়া দক্ষিণে। ওই কেন্দ্রে তৃণমূল কর্মীদের উপর গুরুতর অভিযোগ তুলেছে বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীর উপর তলোয়ার দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে। যার জেরে গুরতর আহত হয়েছেন উলুবেড়িয়া দক্ষিণের বিজেপি কর্মী সুশান্ত মণ্ডল ও তাঁর ছেলে। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার নবগ্রাম গ্রামপঞ্চায়েত এলাকার ঘটনা।
বিজেপির অভিযোগ নিজের কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় আচমকাই বাধা দেয় তৃণমূলের কর্মীরা। জোর করে বুথে ভোট দিতে গেলে তলোয়ার চালায় তৃণমূল কর্মীরা। তার ছেলেকেও মারধর করেছে বলে জানা গিয়েছে। গুরতর আহত হওয়ায় প্রাথমিক ভাবে ওই বিজেপি কর্মী ও তার ছেলেকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানেই দলীয় কর্মীকে দেখতে গেলে হেনস্থা ও ঘাড় ধাক্কা খেতে হয় উলুবেড়িয়া দক্ষিণের বিজেপির তারকা প্রার্থী পাপিয়া অধিকারী।
হাসপাতালে ঢুকতেই পাপিয়া দেবীকে ঘিরে ধরেন তৃণমূল কর্মীদের একাংশ। তারপর তাকে ঘিরে বিক্ষোভ ও শেষে জোর ধাক্কা ও মারধর করা হয়। এই ঘটনায় তীব্র শকের মধ্যে রয়েছেন পাপিয়া। তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী।
সূত্রের খবর, তলোয়ারের আঘাতে গুরুতর আহত ওই বিজেপি কর্মীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই তাকে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে বিজেপি সূত্রে খবর।
বিজেপির অভিযোগ নিজের কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় আচমকাই বাধা দেয় তৃণমূলের কর্মীরা। জোর করে বুথে ভোট দিতে গেলে তলোয়ার চালায় তৃণমূল কর্মীরা। তার ছেলেকেও মারধর করেছে বলে জানা গিয়েছে। গুরতর আহত হওয়ায় প্রাথমিক ভাবে ওই বিজেপি কর্মী ও তার ছেলেকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানেই দলীয় কর্মীকে দেখতে গেলে হেনস্থা ও ঘাড় ধাক্কা খেতে হয় উলুবেড়িয়া দক্ষিণের বিজেপির তারকা প্রার্থী পাপিয়া অধিকারী।
হাসপাতালে ঢুকতেই পাপিয়া দেবীকে ঘিরে ধরেন তৃণমূল কর্মীদের একাংশ। তারপর তাকে ঘিরে বিক্ষোভ ও শেষে জোর ধাক্কা ও মারধর করা হয়। এই ঘটনায় তীব্র শকের মধ্যে রয়েছেন পাপিয়া। তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী।
সূত্রের খবর, তলোয়ারের আঘাতে গুরুতর আহত ওই বিজেপি কর্মীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই তাকে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে বিজেপি সূত্রে খবর।
Leave A Comment