এই মুহূর্তে




বিদেশি নাগরিকদের প্রতারণার ঘটনায় পার্ক স্ট্রিটে ভুয়ো কল সেন্টারে হানা , ধৃত ৫




নিজস্ব প্রতিনিধি: পার্ক স্ট্রিটের একটি ফ্ল্যাটে হানা দিয়ে কলকাতা পুলিশ সন্ধান পেল ভুয়ো কল সেন্টারের। সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে। আশুতোষ রায়, মোঃ সরফরাজ, আকিল আহমেদ, নওয়াজিস হোসেন, মোহাম্মদ রশিদ হোসেন। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে তারা মার্কিন মুলুকের বিভিন্ন প্রবাসী নাগরিকদের ফোন করে তাদের বিভিন্ন ধরনের পরিষেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিত। ধৃতদের হেফাজত থেকে পুলিশ চারটি ল্যাপটপ ,পাঁচটি মোবাইল ফোন, দুটি রাউটার এবং বিভিন্ন কম্পিউটারের সার্ভার ও একাধিক সিস্টেম আটক করে।

ধৃতদের শুক্রবার আদালতে পাঠিয়ে হেফাজতে নেওয়ার আবেদন জানায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা(Cyber Crime Branch)। ধৃতদের বয়স ২২ থেকে ২৮ বছরের মধ্যে। পার্ক স্ট্রিট থানা এলাকার ২২, পার্ক লেনে(Park Lane) এই ভুয়ো কল সেন্টার চলছিল। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৬৬, ৬৬ সি,৬৬ডি,৮৪বি, ৪৩ ও ৬১ (২), ৩১৯ (২), ৩১৮ (৪), ৩৩৬(২), ৩৩৬(৩ )৩৩৮, ৩৪০(২) ধারায় মামলা দায়ের করেছে সাইবার ক্রাইম শাখা।

ধৃতদের এই চক্রে কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা শহরের পাশাপাশি রাজারহাট, নিউটাউন, বারাসত, মধ্যমগ্রাম বিভিন্ন এলাকাতে এই ধরনের ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এর আগেও একাধিক ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে পুলিশ প্রতারকদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।শহরের বুকে আর এরকম ভুয়ো সেন্টার আর কোথায় কোথায় আছে তা জানতে পুলিশ বিভিন্ন এলাকায় নজরদারি শুরু করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২১ জুলাই কোন রাস্তায়, কত ক্ষণ ট্র্যাফিক বিধিনিষেধ, জানিয়ে দিল লালবাজার

২১-র সমাবেশে সামিল হতে জেলা থেকে আসতে শুরু করল তৃণমূল কর্মীরা

২১ জুলাই পর্যন্ত উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে হবে হালকা থেকে মাঝারি

দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত ট্যাক্সিতে ভয়ংকর আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা

কাঁকুড়গাছির বিজেপি কর্মী খুনের মামলায় প্রাক্তন ওসি-সহ চার জনের জেল হেফাজত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ