এই মুহূর্তে

বৃহস্পতিবার ফের আদালতে তোলা হবে পার্থ-অর্পিতাকে

নিজস্ব প্রতিনিধি: পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে। বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির গোয়েন্দারা। সূত্রের খবর, এদিন ইডি আধিকারিকদের প্রশ্নের মুখে পড়ে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়। তিনি জানান, অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তিনিই বলতে পারবেন এই টাকার উৎস কী।

বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে বেলা ১২টা থেকে ৫টা পর্যন্ত প্রেসিডেন্সি জেলে ইডির গোয়েন্দারা জেরা করেন। ইডির তিন আধিকারিক ওইদিন পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন। মূলত টাকার উৎস, কিছু যৌথ সম্পত্তি, মেয়ে জামাইয়ের তহবিল এবং একটি ট্রাস্ট নিয়ে পার্থবাবুকে প্রশ্ন করে এদিন তদন্তকারীরা। ইডির গোয়েন্দাদের দাবি, জিজ্ঞাসাবাদে পার্থ অসহযোগিতা করছেন। যথাযথ তথ্য দিচ্ছেন না বলে ইডির অভিযোগ। ইডির আধিকারিকদের প্রশ্নের জবাবে কখনও পার্থ বলছেন ‘জানি না’, কখনও বলছেন ‘আগেই বলেছি’। এদিনই ইডির আধিকারিকরা রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে প্রেসিডেন্সি জেল থেকে বেরোলে, জেলে হাজির হন পার্থর আইনজীবী। তিনি পার্থর সঙ্গে দেখা করেন।

প্রসঙ্গত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে। বর্তমানে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন দুজনেই। জেলে থাকাবস্থায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। অন্যদিকে পার্থ চট্টোপাধ‌্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের দশজনকে জেরা করার নির্দেশ দিয়েছে আদালত। ১ সেপ্টেম্বর সেই জেরা হতে পারে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, অবৈধভাবে চাকরি পেয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ‌্যায়ের এজলাসে অভিযুক্তদের ডাকা হয়। কিন্তু তাঁদের বক্তব্যে আদালত সন্তুষ্ট না হওয়ায় তাঁদেরকে সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বাংলাবিদ্বেষী বিজেপি বাংলার সংস্কৃতিকে উপহাস করছে’, তৃণমূলের আক্রমণে অস্বস্তিতে বিজেপি

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

পাহাড়পুরে বাড়ি ভাঙার কাজ স্থগিত ,আদালতে গেলেন বাড়ির মালিক

কপালে স্টিকিং প্লাস্টার নিয়ে ইফতারে হাজির মমতা

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি পাবেন তো অফিস থেকে, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর