নিজস্ব প্রতিনিধি: বৃথা গেল আবেদন। কয়লা পাচারকাণ্ডে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে খারিজ হয়ে গেল অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অনলাইন হাজিরার আবেদন। বৃহস্পতিবার মামলার শুনানিতে ভার্চুয়ালি হাজির হয়েছিলেন রুজিরা। কিন্তু সেই হাজিরার পদ্ধতি নিয়েই প্রশ্ন তোলেন ইডির আইনজীবী। পাল্টা সওয়াল করেন রুজিরার আইনজীবীও। দুই পক্ষের সওয়াল-জবাব শুনে আদালত ১২ অক্টোবর দুর্গাপুজোর মহাসপ্তমীর দিন রুজিরাকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য কয়লা পাচারকাণ্ডের মামলায় এদিন শুনানি ছিল দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে বিচারপতি যোগেশ খান্নার এজলাসে, যেখানে রুজিরাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু তা না হয়ে রুজিরা এদিন ভার্চুয়ালি হাজিরা দেওয়ায় তা নিয়ে প্রশ্ন তোলেন ইডির আইনজীবী।
কয়লা পাচারকাণ্ডে ইডি জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তাঁদের প্রধান কার্যালয়ে তলব করেছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সেই তলবের জেরে অভিষেক হাজিরা দিলেও রুজিরা দেননি। সেই হাজিরা না দেওয়ার কারন হিসাবে অভিষেকপত্নী জানিয়েছিলেন, করোনা আবহে সন্তানদের রেখে তাঁর পক্ষে দিল্লি সফর করা সম্ভব নয়। চাইলে ইডির আধিকারিকেরা তাঁর বাড়িতে এসে তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। কিংবা তাঁরা ভার্চুয়াল মাধ্যমেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। যদিও ইডিও সেই প্রস্তাব খারিজ করে। তাই অভিষেক ও রুজিরা পাতিয়ালা হাউস কোর্টে ইডির এই পদক্ষেপের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিন অভিষেক ও রুজিরার আইনজীবী কপিল সিব্বল মামলায় ইডির সঙ্গে তদন্তে সহযোগিতার কথা জানিয়ে দাবি করে বলেন, ‘তাঁরা শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জায়গা নিয়ে আবেদন করছেন, অন্য কিছু নয়। অভিযুক্ত হিসেবে, না সাক্ষী হিসেবে সমন করা হচ্ছে, সেটাই তাঁর মক্কেলরা জানেন না। আমরা আপনাদের তদন্তের অধিকারকে চ্যালেঞ্জ করছি না। এমনকি মক্কেলদের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকলে, আপনি গ্রেফতারও করতে পারেন। আমি গ্রেফতারি এড়াতে কোনও রক্ষাকবচ চাইছি না। ইডি চাইলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে কলকাতায় কিংবা ভার্চুয়ালিও জিজ্ঞাসাবাদ করতে পারেন।’ যদিও এর জবাবে, ইডি’র তরফে সলিসিটার জেনারেল জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির দাবি জানিয়েছেন। এরপরেই আদালত জানায় আগামী ১২ অক্টোবর সশরীরে দিল্লির পাতিয়াকা হাউস কোর্টে হাজিরা দিতে হবে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।