-273ºc,
Friday, 9th June, 2023 3:28 am
নিজস্ব প্রতিনিধি: বাংলায়(Bengal) এখন ভরা চৈত্র। আর কয়েকদিন পরেই চলে আসবে নতুন বাংলা বছর। শুরু হয়ে যাবে বৈশাখ মাস। যদিও ইংরেজি বছরের এখন April মাস চলছে। আর এই মাস থেকেই কিন্তু বঙ্গবাসীর কপালে দুঃখ শুরু হতে চলেছে। কেননা দিল্লির মৌসম ভবন(Mausam Bhawan) জানিয়ে দিয়েছে, April থাকে June এই তিন মাসে গ্রীষ্মের(Summer) দাবদাহে নাভিশ্বাস উঠতে চলেছে দেশের সিংহভাগ রাজ্যের। সহ্যের সীমা ছাড়াতে পারে তাপপ্রবাহ বা Heat Wave। সেই সব রাজ্যের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নামও। প্রচণ্ড গরমের সাক্ষী থাকতে চলেছে মধ্য, পূর্ব ও উত্তর-পশ্চিম ভারতের অধিকাংশ জায়গা। বাংলায় এই ৩ মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে ৪৫ ডিগ্রিও ছুঁয়ে ফেলবে এমনটাই জানিয়েছে মৌসম ভবন।
আরও পড়ুন মমতার হাত শক্ত করছেন নবীন, বাংলাকে দিচ্ছেন বিনামূল্যের জমি
মৌসম ভবন জানিয়েছে, চলতি বছরের গ্রীষ্মে অর্থাৎ April থাকে June, এই ৩ মাস দেশের অধিকাংশ জায়গায় পারদ স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার থেকে অনেকটাই বেশি থাকবে। তবে ব্যতিক্রম দক্ষিণ ভারতের উপদ্বীপ অঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি জায়গায়। এই এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কিছুটা নীচে। একইসঙ্গে IMD’র তরফে জানানো হয়েছে এবারের গ্রীষ্মে তাপপ্রবাহ চলতে পারে অন্য বছরগুলির তুলনায় অনেক বেশি দিন ধরে। তাপপ্রবাহ সহ্যের সীমা ছাড়াতে পারে বাংলার পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাত, পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন অংশে। সাধারণত সমতলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি, উপকূলে ৩৭ ডিগ্রি বা পাহাড়ি এলাকায় ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে গেলে অথবা স্বাভাবিক তাপমাত্রার থেকে অন্তত সাড়ে ৪ ডিগ্রি বেশি হয়ে গেলে সেই অবস্থাকে তাপপ্রবাহ বলা হয়। সেই তাপপ্রবাহ বা Heat Wave এবার বিদ্ধ করতে চলেছে বঙ্গবাসীকে।
আরও পড়ুন ভূমি সংস্কারে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, উপকৃত হবে ১০ হাজার পরিবার
মৌসম ভবনের পূর্বাভাস, বাংলার পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় এবার গ্রীষ্মে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁয়ে ফেলবে। দুই দিনাজপুর, মুর্শিদাবাদের পশ্চিম ভাগ, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া ও কলকাতার মতো জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি না ছুঁলেও ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলবে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি মহকুমা, মুর্শিদাবাদ জেলার পূর্ব ভাগ, নদিয়া এবং দুই ২৪ পরগনা জেলার তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে বৃহত্তর কলকাতায় তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি বেশিই থাকবে। দার্জিলিং, কার্শিয়াং, মিরিক এবং কালিম্পংয়ের তাপমাত্রা ৩৫ ডিগ্রির বেশিই থাকবে।