এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রাহুলকে পিছনে ফেলে মোদির বিরুদ্ধে এগিয়ে মমতাই

নিজস্ব প্রতিনিধি: সমীক্ষার(Survey) পর সমীক্ষা। কোন দল এগিয়ে, কেই বা পিছিয়ে? কাকে সব থেকে বেশি মানুষ চাইছেন, বিপক্ষের কোন মুখেই বা আস্থার পাহাড় জমছে? জোট রাজনীতির ভবিষ্যৎ কে – এনডিএ(NDA) নাকি ইউপিএ(UPA)? এত শত প্রশ্নের উত্তর খুঁজতে দেশের প্রথমশ্রেনীর একটি বেসরকারি সংবাদমাধ্যম ও একটি সমীক্ষক সংস্থা দেশজুড়ে চালিয়েছিল সমীক্ষা। আর সেই সমীক্ষা বলে দিচ্ছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের এক বছর আগে থেকেই পায়ের নীচের মাটি ক্রমশ সরে যাচ্ছে বিজেপি(BJP)র ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)র। সমীক্ষায় দেখা যাচ্ছে, এই মুহূর্তে দেশে নির্বাচন হলে অনেকটাই কমবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের আসনসংখ্যা। তুলনায় বাড়বে কংগ্রেস(INC) নেতৃত্বাধীন ইউপিএ জোটের আসনসংখ্যা। কিন্তু প্রধানমন্ত্রী পদের দৌড়ে বিপক্ষ শিবিরে কংগ্রেসই রাহুল গান্ধিকে(Rahul Gandhi) পিছনে ফেলে দিয়েছেন বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মোদির বিকল্প ও বিরুদ্ধ মুখ হিসাবে তিনিই উঠে এসেছেন। রাহুল এখনও পিছিয়ে রয়েছেন তাঁর থেকে।

আরও পড়ুন ম্যাজিগ ফিগার থেকে সামান্য বেশি, বেশ চাপে মোদি

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একাই জিতেছিল ৩০৩টি আসন। এনডিএ পেয়েছিল ৩৫৩টি আসন। বিপক্ষে কংগ্রেস পেয়েছিল মাত্র ৪৪টি আসন আর ইউপিএ সর্বসাকুল্যে ৯১। ২০১৯ থেকে ২০২৩ এই ৪ বছরে দেশের রাজনীতিতে অনেক কিছুই বদলে গিয়েছে। সেই বদলে যাওয়া ভারতের বুকে সমীক্ষা চালিয়ে উঠে এসেছে যে আগামী লোকসভা নির্বাচনে বেশ বড়সড় ধাক্কা খেতে বসেছে বিজেপি। দেশে যদি এখনই ভোট হয় তাহলে বিজেপি পেতে পারে ২৮৪টি আসন যা ম্যাজিক ফিগারের থেকে সামান্য বেশি। আর তার ছোট ছোট সহযোগীগুলি পেতে পারে মাত্র ১০টি আসন। কেননা বড় কোনও আঞ্চলিক দলই আর বিজেপির সঙ্গে যেতে চাইছে না, বিজেপিকে সমর্থন দিতে চাইছে না, এনডিএ’তে যোগ দিতেও চাইছে না। আগামী ১ বছরে বিজেপির পায়ের নীচের মাটি আরও সরবে। তাই বিজেপি ও এনডিএ জোটের আসন যে আরও কমবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। বিজেপির এই জমি হারাবার জেরে কিছুটা হলেও লাভবান হতে চলেছে কংগ্রেস। তাঁদের আসনপ্রাপ্তির সংখ্যা একক ভাবে ৯০ এর আশেপাশে থাকবে। তাঁদের সহায়ক আঞ্চলিক দলগুলি পেতে পারে ১০০’র মতন আসন। সব মিলিয়ে ইউপিএ পেতে পারে ১৯০’র আশেপাশে থাকা সংখ্যার আসন, যা ম্যাজিক ফিগার ২৭২ থেকে অনেকটাই কম।

আরও পড়ুন মুড়ি-মুড়কির মতো অ্যান্টিবায়োটিক, বড় বিপদের মুখে বাংলা

সমীক্ষা বলছে কংগ্রেসের বা ইউপিএ’র ম্যাজিক ফিগারের থেকে অনেকতাই পিছিয়ে থাকার নেপথ্যে থাকবে আঞ্চলিক দলগুলির একটি ব্লক। শিবসেনা, এনসিপি, ডিএমকে, ঝাড়খণ্ড বিকাশ পার্টি, রাষ্ট্রীয় জনতা দল এবং  সংযুক্ত জনতা দল আগামী নির্বাচনের আগে বা পরে কংগ্রেসের পাশে দাঁড়ালেও সেই দলে মোটেও থাকবে না তৃণমূল, আপ, টিআরএস ও সমাজবাদী পার্টি। কেননা এই ৪টি দলকে তাঁদের নিজ রাজ্যেই কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। তবে ওয়াই এস আর কংগ্রেস, জনতা দল সেকুলার, টিডিপি, শিরোমণি অকালি দল, বিজু জনতা দল কী করবে তা এখন থেকে বলা মুশকিল। সমীক্ষা বলছে তৃণমূল, আপ, সপা ও টিআরএস এই ৪ দলের জোট বড় ফ্যাক্টার হয়ে যাবে কংগ্রেস ও ইউপিএ দুইয়ের কাছেই। আর এই ব্লকটির নেতৃত্ব যে মমতার হাতেই থাকবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন আস্থা মমতায়, আস্থা স্বাস্থ্যসাথীতে, ভিড় বাড়ছে হাসপাতালে

সেই ছাপটাই দেখা যাচ্ছে পড়েছে কংগ্রেসের বিরুদ্ধে। দেশজুড়ে রাহুল গান্ধী ‘ভারত জোড়ো যাত্রা’ করছেন। মানুষের ঢল নামতেও দেখা যাচ্ছে সেই পদযাত্রায়। কিন্তু সমীক্ষা বলছে আমজনতার যে ঢল নেমেছে এই যাত্রায় তার প্রতিফলন ঘটবে না আগামী বছরের নির্বাচনে। জনতার ভিড় পৌঁছাবে না ইভিএম অবধি। কংগ্রেস সরকার গড়ার মতো জায়গাতেই গিয়ে পৌঁছাতে পারবে না। কেননা দেশের মানুষ মনে করছেন রাহুল নন, মমতাই পারবেন মোদিকে ধাক্কা দিতে। তাই দেশের ২০ শতাংশ মানুষ মমতাকেই দেশের প্রধানমন্ত্রী পদে চাইছেন। রাহুলকে চাইছেন ১৭ শতাংশ মানুষ। তাই আগামী দিনে দেশে মোদি বিরোধী রাজনীতি যে মমতাকে ঘিরেই আবর্তিত হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। রাহুল যতই হাঁটুন, তিনি এখনও দেশের আমজনতার বিশ্বাস অর্জন করে উঠতে পারেননি। মানুষ মনে করছেন দীর্ঘ পদযাত্রায় ক্লান্ত রাহুল হয়ত বাড়ি ফিরেই শীতঘুমে চলে যাবেন। তখন দেশের রাজনীতিতে তো বটেই খাস দিল্লির বুকেও হয়তো তাঁর দেখা মিলবে না। মমতা কিন্তু আন্দোলনের রাজপ্তহেই থাকবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ক্রীড়া প্রেমীদের জন্য সুখবর, আইপিএলের দিন অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা পূর্ব রেলের

মেদিনীপুরে লাল ও দক্ষিণ চব্বিশ পরগনায় হলুদ সতর্কতা এবং ১১ জেলায় তাপপ্রবাহ জারি

‘কমিশনকে বলব বহরমপুরের ভোট যেন পিছিয়ে দেওয়া হয়’, মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির

রাজ্য খাদ্য দফতরের SI নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের, তদন্তভার CID-কে

নয়া সুড়ঙ্গ খনন শুরু East West Metro’র, ভয়ে সিঁটিয়ে এলাকাবাসী

হাইকোর্টের রায়ে চাকরিহারাদের ফেরাতে হবে ঠিক কত টাকা, দেখে নিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর