নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের দাম বাড়ল পেট্রল ও ডিজেলের। তৈরি করল এক নতুন রেকর্ড। পেট্রলের দাম বেড়েছে লিটারপ্রতি ২৫ পয়সা, ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩০ পয়সা। এই নিয়ে পর পর তিনদিন দাম বাড়ল দুই জ্বালানির। দুই জ্বালানির মূল্যবৃদ্ধিতে চিন্তায় মধ্যবিত্ত। উল্লেখ করার মত বিষয় হল বাণিজ্য নগরী মুম্বইয়ের থেকে ভোপালে পেট্রোলের দাম আরও বেশি। দুই জ্বালানির সব থেকে কম দাম রাঁচিতে। মুম্বইয়ের পরেই মূল্যবৃদ্ধিতে দ্বিতীয়স্থানে কলকাতা।
রাজধানী দিল্লিতে রবিবার লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ১০২.৩৯ টাকা। অন্যদিকে, প্রতি লিটার ডিজেলের দাম ৯০.৭৭ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে রবিবার এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৮. ৪৩ টাকা। এক লিটার ডিজেলের দাম ১০৮. ৪৩ টাকা।
কলকাতায় রবিবার লিটার প্রতি পেট্রোলের দাম ১০৩.০৭ টাকা। আর ডিজেলের দাম ৯৩.৮৭ টাকা। অন্যদিকে, দক্ষিণের রাজ্য চেন্নাইতে রবিবার এক লিটার পেট্রোলের দাম ১০০.০১ টাকা। আর ডিজেলের দাম ৯৫. ৩১ টাকা। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার তরফ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি বেড়ে যাওয়ার জন্য ভারতের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে চার মেট্রো শহরে পেট্রোল বিক্রি হচ্ছে ১০০ টাকার উপরে। অন্যদিকে, চার মেট্রো শহরে ডিজেলে বিক্রি হচ্ছে ৯০ টাকার ওপরে।
কোথায় কত দাম দুই জ্বালানির, দেওয়া হল তালিকা
পেট্রোল (লিটার প্রতি দাম/টাকায় )
দিল্লি ১০২.৩৯
মুম্বই ১০৮.৪৩
কলকাতা ১০৩.০৭
চেন্নাই ১০০.০১
ভোপাল ১১০. ৮৮
বেঙ্গালুরু ১০৫. ৯৫
পাটনা ১০৫. ২৪
চণ্ডীগড় ৯৮.৫৬
রাঁচি ৯৭. ১৪
ডিজেল (লিটার প্রতি দাম)
দিল্লি ৯০. ৭৭
মুম্বই ৯৮.৪৮
কলকাতা ৯৩.৮৭
চেন্নাই ৯৫.৩১
ভোপাল ৯৯. ৭৭
বেঙ্গালুরু ৯৬. ৩৪
পাটনা ৯৭. ১০
চণ্ডীগড় ৯০.৫০
রাঁচি ৯৫. ৮৩