-273ºc,
Friday, 2nd June, 2023 7:46 pm
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্য ২০২৪। আর সেই লক্ষ্যমাত্রা নিয়েই আগামী বৃহস্পতিবার মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীতে সপা নেতা অখিলেশের হয়ে প্রচারে যাচ্ছেন তৃণমূল নেত্রী। লখনৌতে প্রচারে গিয়েই মমতা জানিয়েছিলেন আগামী ৩ মার্চ তিনি যাবেন বারাণসীতে। সেইমতোই বুধবার বিকেলের বিমানে বারাণসীর উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। তৃণমূলের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল শিবরাত্রীর পরেই উত্তরপ্রদেশ সফরে যাবেন মমতা। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় বারাণসী পৌঁছে কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই দেখা করবেন সপা নেতা অখিলেশের সঙ্গে।
উত্তরপ্রদেশের প্রথম দফার ভোটের আগে প্রচারে গিয়েছিলেন মমতা। লখনৌতে অখিলেশের সঙ্গেই মিলে সাংবাদিক সম্মেলন ও প্রচার করেছেন মমতা। এবার সেই একই পথে হেঁটে বারাণসীতে প্রচার করবেন মমতা। একুশের নির্বাচনে বিপুল জনাদেশ পাওয়ার পর তৃণমূলের তরফে টার্গেট করা হয় মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীকে। যা স্বাগত জানায় বিজেপি। এবার সেই কেন্দ্রেই উত্তরপ্রদেশের শেষ দফার ভোটের প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে। মমতার বারাণসী সফরের দিনই জৌনপুর ও চাদুয়ালিতে জনসভা করবেন মোদি।
ওইদিন অখিলেশ যাদব বারাণসী কেন্দ্র ছাড়াও আরও দুই কেন্দ্রে প্রচার করবেন। কিন্তু মমতা প্রচার সারবেন মোদির ভূমেই। ২০২৪, তৃণমূল নেত্রীর লক্ষ্য দিল্লি, আগেই তিনি শ্লোগান দিয়েছেন, ‘এক পায়ে বাংলা ও দু’পায়ে দিল্লি’। তাই একাধিক রাজ্যে ভোটপ্রচারের পর উত্তরপ্রদেশে তাঁর ‘মিত্র’ অখিলেশের জন্য প্রচারে যাচ্ছেন মমতা। বৃহস্পতিবার বিকেলের বিমানেই ফেরার কথা তৃণমূল নেত্রীর।