নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন মোদির, আগামীকাল থেকে গড়াবে চাকা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: শহরের সঙ্গে শহরতলির যোগাযোগের মাধ্যম হিসেবে মেট্রোকে লাইফলাইন করার স্বপ্ন রেলমন্ত্রী থাকাকালীন দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতধরেই নতুন রুট হিসেবে উঠে আসে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া। আজ তাঁর শুভ উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেলমন্ত্রী পীযুষ গোয়েলের উপস্থিতিতে হুগলির ডানলপের মাঠ থেকেই উদ্বোধন হল নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের। এরই সঙ্গে আরও তিনটি রেল প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামীকাল অর্থাৎ ২৩ তারিখ থেকেই প্রতিদিন কবি সুভাষ পর্যন্ত চলবে দক্ষিণ্বেশর মেট্রো। নোয়াপাড়া-দক্ষিণ্বেশর-কবি সুভাষ রুটে অফিস টাইমে মোট ২৪৪ টি ট্রেন চলবে। প্রতি সাত মিনিট অন্তর চলবে মেট্রো। দক্ষিণ্বেশর থেকে অফিস টাইমে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯.৩০ পর্যন্ত। শনিবার ও রবিবার ট্রেনের সংখ্যা কমানো হবে বলে জানা গিয়েছে। শনিবার ২২৮ টি ট্রেন চলবে।
তবে কিলোমিটার বাড়লেও নতুন করে ভাড়া বাড়ানো হয়নি বলে জানানো হয়েছে রেলের তরফে। গত সপ্তাহে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পায় নোয়াপাড়া-দক্ষিণেশ্বের মেট্রো। আর তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতধরেই উদ্বোধনের পর গড়াবে মেট্রোর চাকা।
আগামীকাল অর্থাৎ ২৩ তারিখ থেকেই প্রতিদিন কবি সুভাষ পর্যন্ত চলবে দক্ষিণ্বেশর মেট্রো। নোয়াপাড়া-দক্ষিণ্বেশর-কবি সুভাষ রুটে অফিস টাইমে মোট ২৪৪ টি ট্রেন চলবে। প্রতি সাত মিনিট অন্তর চলবে মেট্রো। দক্ষিণ্বেশর থেকে অফিস টাইমে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯.৩০ পর্যন্ত। শনিবার ও রবিবার ট্রেনের সংখ্যা কমানো হবে বলে জানা গিয়েছে। শনিবার ২২৮ টি ট্রেন চলবে।
তবে কিলোমিটার বাড়লেও নতুন করে ভাড়া বাড়ানো হয়নি বলে জানানো হয়েছে রেলের তরফে। গত সপ্তাহে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পায় নোয়াপাড়া-দক্ষিণেশ্বের মেট্রো। আর তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতধরেই উদ্বোধনের পর গড়াবে মেট্রোর চাকা।
More News:
3rd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
Leave A Comment