কাদাপাড়ায় যুবক খুনের ঘটনায় গ্রেফতার তারই ২ বন্ধু
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ই এম বাইপাস সংলগ্ন কাদাপাড়ায় যুবক খুনের ঘটনায় গ্রেফতার হল তারই ২ বন্ধু। ধৃতরা হল রবি দত্ত ও মন্টু দাস। পুলিশ সূত্রে খবর সোমবার রাতে রবি ও মন্টুর সঙ্গে বসে মদ খাচ্ছিল সঞ্জীত দাস ওরফে বুড়ো। মদ্যপানের পর নিজেদের মধ্যে বচসা বেঁধে যায়। শুরু হয় মারপিট। এই রকম অবস্থায় রবি ও মন্টু বুড়োকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে। সেই পাথরেরই গুরুতরভাবে আহত হয় বুড়ো। এরপর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। ইতিমধ্যেই ২ অভিযুক্ত পুলিশকে গোটা ঘটনার কথা জানিয়ে খুনের কথা কবুল করেছে।
পুলিশ সূত্রে খবর খুনের পর দুই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালায়। এরপর পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ মৃত্যুর ঘটনাটিকে খুনের ঘটনা বলে নিশ্চিত হয়। ফুলবাগান থানায় ৩০২ ধারায় খুনের মামলা রুজু হয়। উল্লেখ্য, ফুলবাগান মেট্রো স্টেশনের কাছে রাস্তার ধারে মঙ্গলবার ভোররাতে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় ফুলবাগান থানার পাশাপাশি লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা ঘটনাস্থলে ছুটে যান। পাশাপাশি এদিন ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে তদন্তে নামে। প্রাথমিক ভাবে পুলিশ মনে করেছিল তাড়া করে কোনও ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। কিন্তু ঘটনার তদন্তে নেমে সামনে আসে রবি, মন্টু ও বুড়োর সিসিটিভি ফুটেজ। তারপরেই গ্রেফতারির ঘটনা।
পুলিশ সূত্রে খবর খুনের পর দুই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালায়। এরপর পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ মৃত্যুর ঘটনাটিকে খুনের ঘটনা বলে নিশ্চিত হয়। ফুলবাগান থানায় ৩০২ ধারায় খুনের মামলা রুজু হয়। উল্লেখ্য, ফুলবাগান মেট্রো স্টেশনের কাছে রাস্তার ধারে মঙ্গলবার ভোররাতে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় ফুলবাগান থানার পাশাপাশি লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা ঘটনাস্থলে ছুটে যান। পাশাপাশি এদিন ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে তদন্তে নামে। প্রাথমিক ভাবে পুলিশ মনে করেছিল তাড়া করে কোনও ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। কিন্তু ঘটনার তদন্তে নেমে সামনে আসে রবি, মন্টু ও বুড়োর সিসিটিভি ফুটেজ। তারপরেই গ্রেফতারির ঘটনা।
More News:
26th February 2021
26th February 2021
26th February 2021
কুঁদঘাট কাণ্ডে ৫ লক্ষের ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের! হচ্ছে তদন্তও
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
সকালের পুজোয় অভিষেক, বিকালেই কী প্রার্থী ঘোষণা! ছড়ালো জল্পনা
26th February 2021
26th February 2021
26th February 2021
সল্টলেকে চালু হচ্ছে প্রাণী স্বাস্থ্যকেন্দ্র! মিলবে একগুচ্ছ পরিষেবা
Leave A Comment