কাজে বাধা, রাকেশের ২ ছেলেকে আটক করল কলকাতা পুলিশ
Share Link:

নিজস্ব প্রতিনিধি: দিনভর পুলিশের সঙ্গে তুমুল তর্কের পর অবশেষে রাতে পুলিশের হাতেই আটক হল বিজেপি নেতা রাকেশ সিং-এর দুই ছেলে সাহেব সিং ও শুভম সিং। মঙ্গলবার রাত সাতটা নাগাদ রাকেশের দুই ছেলেকে ওয়াটগঞ্জ রোডের বাড়ি থেকে আটক করে লালবাজারে নিয়ে যায় কলকাতা পুলিশের দল। যদিও কলকাতা পুলিশের পক্ষ থেকে এই দু'জনকে গ্রেফতারের কথা রাত পর্যন্ত জানানো হয়নি সরকারিভাবে।
প্রসঙ্গত, এদিন দুপুর থেকেই দক্ষিণ কলকাতায় বিজেপি নেতা রাকেশ সিং-এর বাড়ির সামনে হাজির হয় কলকাতা পুলিশের বিরাট দল। সেই সময় কার্যত একা হাতেই কলকাতা পুলিশের এই বাহিনীকে বাড়ির ভিতর ঢুকতে বাধা দেয় রাকেশের দুই ছেলে। তাঁদের দাবি, বৈধ কাগজপত্র দেখিয়ে পুলিশ বাড়িতে ঢুকতে পারে। কিন্তু কাগজপত্র না দেখালে কোনওভাবেই ঢুকতে দেওয়া হবে না। এই অজুহাতে প্রায় ঘণ্টাখানেক পুলিশকে আটকে রাখে দুই ভাই।
এরপর পুলিশ বাড়ির ভিতর ঢুকে প্রায় সাড়ে তিনঘণ্টা তল্লাশি চালায়। এরপর বেরিয়ে যাওয়ার সময় রাকেশের এই দুই ছেলেকে আটক করে নিয়ে যাওয়া হয়। দুই ছেলের পাশাপাশি, রাকেশের মেয়েও পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে তোপ দাগেন। ইচ্ছে করেই এই দুই ভাইকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
যদিও রাকেশের এই দুই ছেলেকে আটক করার পরেই তাঁকে বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করা হয় বলেই খবর পাওয়া গিয়েছে। যদিও রাকেশের দুই ছেলেই সংবাদমাধ্যমের কাছে জানিয়েছে, কী কারণে গ্রেফতার করা হল তা কেউ জানায়নি। এটা ইচ্ছে করেই করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই গ্রেফতার করা হল বলেই অভিযোগ রাকেশের দুই ছেলে। এখন দেখার প্রায় ঘণ্টাখানেক কলকাতা পুলিশের তাবড় আধিকারিকদের বাড়ির দরজায় আটকে রাখার পর পুলিশি হেফাজতে গিয়ে শুভম ও সাহেব কী করে।
প্রসঙ্গত, এদিন দুপুর থেকেই দক্ষিণ কলকাতায় বিজেপি নেতা রাকেশ সিং-এর বাড়ির সামনে হাজির হয় কলকাতা পুলিশের বিরাট দল। সেই সময় কার্যত একা হাতেই কলকাতা পুলিশের এই বাহিনীকে বাড়ির ভিতর ঢুকতে বাধা দেয় রাকেশের দুই ছেলে। তাঁদের দাবি, বৈধ কাগজপত্র দেখিয়ে পুলিশ বাড়িতে ঢুকতে পারে। কিন্তু কাগজপত্র না দেখালে কোনওভাবেই ঢুকতে দেওয়া হবে না। এই অজুহাতে প্রায় ঘণ্টাখানেক পুলিশকে আটকে রাখে দুই ভাই।
এরপর পুলিশ বাড়ির ভিতর ঢুকে প্রায় সাড়ে তিনঘণ্টা তল্লাশি চালায়। এরপর বেরিয়ে যাওয়ার সময় রাকেশের এই দুই ছেলেকে আটক করে নিয়ে যাওয়া হয়। দুই ছেলের পাশাপাশি, রাকেশের মেয়েও পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে তোপ দাগেন। ইচ্ছে করেই এই দুই ভাইকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
যদিও রাকেশের এই দুই ছেলেকে আটক করার পরেই তাঁকে বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করা হয় বলেই খবর পাওয়া গিয়েছে। যদিও রাকেশের দুই ছেলেই সংবাদমাধ্যমের কাছে জানিয়েছে, কী কারণে গ্রেফতার করা হল তা কেউ জানায়নি। এটা ইচ্ছে করেই করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই গ্রেফতার করা হল বলেই অভিযোগ রাকেশের দুই ছেলে। এখন দেখার প্রায় ঘণ্টাখানেক কলকাতা পুলিশের তাবড় আধিকারিকদের বাড়ির দরজায় আটকে রাখার পর পুলিশি হেফাজতে গিয়ে শুভম ও সাহেব কী করে।
More News:
3rd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
Leave A Comment