নিজস্ব প্রতিনিধিঃ ছট পুজো উপলক্ষে এদিন ভোর থেকেই শহরের ঘাটে ঘাটে মানুষের ভিড়। সূর্যোদয়ের আগে থেকেই উত্তর থেকে দক্ষিণ, বাগবাজার থেকে বাবুঘাটে পুণ্যার্থীদের ভিড়। ছোট ম্যাটাডোর থেকে ট্রাকে করে পুণ্যার্থীরা আসছেন গঙ্গায় পুজো করতে। তবে , ছট পুজোতে একটু হলেও দূষণ কমেছে রবীন্দ্র সরোবরে। প্রশাসনের তরফে রবিবার সরোবরের প্রতিটি গেটে আলাদা করে পুলিশি পাহারা বসানো হয়েছে। দু’টি করে গেট ধরে তৈরি করা হয়েছে বিশেষ নজরদারির ব্যবস্থা। বড় গেট ছাড়া সব দিক দিয়েই সরোবরে প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
পাশাপাশি বসানো হয়েছিল সহকারী নগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিকদের। কিন্তু এমন নজরদারি শহরের অন্যত্র চোখে পড়েনি। যেমন ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালের পিছনের জলাশয়ের সামনে দেখা গিয়েছে, দুপুর সাড়ে তিনটে থেকেই সেখানে বাজনা বাজিয়ে, গাড়িতে বক্স লাগিয়ে পুণ্যার্থী-দল আসতে শুরু করেছে। শুধু তাই নয় তারসঙ্গে ফাটানো হচ্ছে শব্দ বাজিও। অনেক জায়গায় আবার বক্স বাজানো নিয়ে গন্ডগোল পৌঁছয় থানায়।
পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তবে ছটের দিন একই রকম ছবি ধরা পড়েছে হেস্টিংস, ভবানীপুর, টালিগঞ্জ, কাশীপুর, বেলেঘাটার নানা জায়গাতেও। সূত্রের খবর, এ বছর কলকাতা পুর এলাকায় ছটের জন্য কেএমডিএ-র ৪২টি ঘাট, পুরসভার গঙ্গার ঘাট এবং কৃত্রিম পুকুর মিলিয়ে ১২১টি ঘাটের ব্যবস্থা করা হয়েছে। তবুও ছট পুজোর দিন দেদার চলেছে শব্দ বাজি ফাটানো।