নিজস্ব প্রতিনিধিঃ পোস্তা থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। সোমবার রাতে ৫৬ লক্ষ টাকা উদ্ধার হয় পোস্তা থানা এলাকা থেকে । এই ঘটনায় মূল অভিযুক্তকে মঙ্গলবার আদালতে পেশ করা হয়েছে। গোপন সূত্র মারফৎ এই টাকা পাচারের খবর আসে পোস্তা পুলিশের কাছে। সেই সূত্রের উপর ভিত্তি করেই সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ নির্দিষ্ট এলাকায় হানা দেয় পোস্তা থানার পুলিশ। সেখানে এক যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের। তারপরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে পুলিশ।
জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারেন ওই ব্যক্তির নাম আমন সিদ্দিকি। তাঁর বয়স ৪০ বছর। সোমবারই পুলিশ ওই ব্যক্তির কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করেছে। সেই ব্যাগ থেকেই উদ্ধার হয় ৫৬ লক্ষ টাকা। এরপরেই ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে পুলিশ। তবে এই বিপুল পরিমাণ টাকা আমন কোথা থেকে পেলেন বা কেনই বা তিনি এই টাকা নিয়ে যাচ্ছিলেন, এই সব প্রশ্নের সঠিক কোনও উত্তর পুলিশকে দিতে পারেন নি ওই যুবক। এরপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
তবে এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত । এরপিছনে কোন পাচারচক্র আছে কিনা সেটা পুলিশ তদন্তে নেমেছে। এই প্রথম নয় এরআগে বারবারই রাজ্য থেকে উদ্ধার হচ্ছে লক্ষ লক্ষ টাকা । তাই এবিষয় সতর্ক রয়েছে পুলিশ।