এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বাড়ছে জ্বালানির দর, কমছে বাস, চড়ছে ভাড়াও

নিজস্ব প্রতিনিধি: সাধারন মানুষের নাভিশ্বাস বাড়িয়ে দেশে নিত্যদিনই বেড়ে চলেছে পেট্রোল(Petrol) ও ডিজেলের(Diesel) দাম। শনিবারও নতুন করে দাম বেড়েছে। দেশে এই নিয়ে গত ১২ দিনে ১০ বার পেট্রল-ডিজেলের দাম বাড়ল। শনিবার কলকাতায় লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে ১১২টাকা ১৯পয়সা ও ৯৭টাকা ২পয়সা। পেট্রোল-ডিজেলের এই দর চড়ার দৌড়ে শুধু যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে তাই নয়, কলকাতা ও শহরতলির রাস্তা থেকে বেসরকারি বাসও(Private Bus) উধাও হতে শুরু করে দিয়েছে। সেই সঙ্গে ভাড়াও যথেচ্ছা হারে নেওয়া শুরু হয়েছে। বাড়ছে বাসের কন্ড্রাকটরের সঙ্গে যাত্রীদের ভাড়া নিয়ে বিবাদের ঘটনাও। তার মধ্যেই বেসরকারি বাস সংগঠনের তরফে দাবি তোলা হয়েছে, ভাড়া(Fare) না বাড়ালে সঙ্কট মিটবে না। 

যাত্রীদের অভিযোগ, জ্বালানির দামবৃদ্ধির সঙ্গে সঙ্গে বেশ কিছু বেসরকারি বাসে লাগামছাড়া ভাড়া নেওয়ার পালা শুরু হয়ে গিয়েছে। ৯টাকার ভাড়া ১৮ টাকা নেওয়া হচ্ছে। ১২ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ২৫টাকা। আর তা নিয়ে যাত্রীদের সঙ্গে বাসের কন্ড্রাক্টরের ঝগড়াও বাঁধছে। এই ঘটনার পাশ থেকে আবার দেখা যাচ্ছে কলকাতা ও শহরতলির রুট থেকে ক্রমশ বাসের সংখ্যা কমে যাচ্ছে। আগে কলকাতা ও শহরতলি এলাকায় প্রায় ৮ হাজার বাস চলত। কিন্তু এখন বেসরকারি বাস মালিক সংগঠনের তরফেই জানা যাচ্ছে, মাত্র ২ হাজার বাস চলছে। অর্থাৎ ৬ হাজার বাস হয়ে বসে গিয়েছে নাহয় তাদের রাস্তায় নামানোই হচ্ছে না। আর তার জেরে ভোগান্তির মুখে পড়ছেন আমজনতা। রাস্তায় রাস্তায় ভিড় বাড়ছে বাস ধরার জন্য। অনেকেই বাধ্য হচ্ছেন বাড়তি টাকা গুণে গন্তব্যে পৌঁছাতে। এই অবস্থায় বেসরকারি বাস মালিকেরা দাবি তুলেছেন, অটোর মতো তাঁদেরও অধিকার দেওয়া হোক নিজেদের মতো করে বাস ভাড়া বাড়ানোর। তাঁদের দাবি ২০১৮ সালের সেপ্টেম্বরে শেষ বার ভাড়া বেড়েছিল। যদিও আমজনতার দাবি, প্রথমবার লকডাউনের পরেই ভাড়া একদফা বেড়েছিল, দ্বিতীয়বার লকডাউনের পরেও আরও এক দফা ভাড়া বেড়েছে। কার্যত বাসের মালিকেরাই নিজেদের মতো দুই দফায় খুশি মতো ভাড়া বাড়িয়ে নিয়েছেন। আগে যে দূরত্ব ১৩টাকায় পার হওয়া যেত এখন সেই দূরত্ব পার হতে কোথাও ২০টাকা তো কোথাও ২৫ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।

এদিন থেকেই আবার খাস কলকাতায় ভাড়া বাড়িয়ে দিল অ্যাপ ক্যাব সংস্থা উবের(Uber)। ওই সংস্থার কেন্দ্রীয় পরিচালন বিভাগের প্রধান নীতীশ ভূষণ জানিয়েছেন, পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির ফলে চালকদের সমস্যা শুনে তাঁরা কলকাতায় ১২ শতাংশ পর্যন্ত ট্রিপ পিছু ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন। আগামী কয়েক সপ্তাহ তেলের মূল্যবৃদ্ধির দিকে নজর রেখে পরবর্তী পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি। স্বাভাবিক ভাবেই এবার অ্যাপ ক্যাবের পিছনেও বাড়তি ভাড়া গুণতে হবে আমজনতাকে। একই সঙ্গে নিত্যদিনের সামগ্রী থেকে শাকসবজি, মাছ-মাংস-ডিমের দামও বেড়ে চলেছে। চাল, ডাল, মাছ, সবজি, সবকিছুরই দাম চড়া। ক্রেতাদের আশঙ্কা, লাগাতার পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে। কোথায় গিয়ে খুচরো বাজারের দাম থামবে, তা ভেবে পাচ্ছেন না ক্রেতারা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটের মুখে বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা বনগাঁর তৃণমূল প্রার্থীর

কুণাল ট্যুইটে বিদ্ধ মিঠুন সহ রাজ্যপাল

ভোটদানেও এগিয়ে বাংলা, উচ্ছ্বসিত তৃণমূল, চিন্তায় গেরুয়া

উচ্চ মাধ্যমিকে ক্লাস শুরু কবে থেকে, জানাল শিক্ষা সংসদ

ভোটের আগে বিধায়কের পদে ইস্তফা রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর

গরম থেকে বাঁচতে ট্রাফিক পুলিশদের ‘সামার কিট’ বিলি বিধাননগর পুলিশ কমিশনারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর