এই মুহূর্তে




‘কয়েকদিন থেকেই আমার কাছে থাকতে চেয়েছিল’, ছেলে হারানোয় মুখ খুললেন রিঙ্কু




নিজস্ব প্রতিনিধি: ‘গত কয়েকদিন থেকে ‘প্রীতম’ আমার কাছে থাকতে চাইছিল। রবিবার এসে মাদার্স ডে’ সেলিব্রেট করে গিয়েছিল। গত কয়েকদিন থেকে ওর কথাবার্তার মধ্যে একটা অস্বাভাবিকতা ছিল। কত দেড় বছর আগে হঠাৎ তার ছেলে অজ্ঞান হয়ে গিয়েছিল।প্রীতমের নিউরোর সমস্যা ছিল। নিউরোর যে ওষুধগুলো নিয়মিত খেত সেগুলো ঠিকমতো খাচ্ছিল না।’ মঙ্গলবার আর জি কর হাসপাতাল(R G Kar Hospital) চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন সৃঞ্জয়ের মা রিঙ্কু মজুমদার। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম আমার স্বামী দিলীপ ঘোষের সঙ্গে কথা বলব হয় আমি ছেলেকে এই ফ্ল্যাটে এনে রাখব, নচে‍ৎ আমি নিজে ছেলের কাছে গিয়ে থাকব।’

প্রথম পক্ষের ছেলে প্রীতম গত কয়েকদিন থেকেই যে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিল তা টের পেয়েছিলেন মা রিঙ্কু। মাত্র ২৬ বছর বয়সে প্রীতমের এই অস্বাভাবিক মৃত্যুতে তাই মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। সংবাদমাধ্যমকে দিলীপ ঘোষের বর্তমান স্ত্রী জানান, ইদানিং তার ছেলে প্রীতম(Pritam) ঠিকমতো খাওয়া-দাওয়া করছিলেন না। রান্নার লোক এসে ফিরে চলে যেতেন। ঘুম থেকে উঠে অফিসে চলে যেত তার ছেলে। বলতো বাইরে খেয়ে নেব। নিজে শনিবার ছেলের সঙ্গে ফ্ল্যাটে থাকতে গিয়েছিলেন। কিন্তু ছেলে প্রীতম বলে সেদিন সে তার এক বন্ধুর বাড়িতে পার্টিতে যোগ দেবে। রবিবার  রিঙ্কুদেবীর  ফ্ল্যাটে এসে মাদারস্ ডে সেলিব্রেট করবে। সেই অনুযায়ী রবিবার বিকেলে এসেছিল ছেলে বড় একটা কেক নিয়ে।

সে দিন দিলীপ ঘোষের ফ্ল্যাটে রিঙ্কুদেবী তার ছেলেকে থেকে যেতে বলেছিল। কিন্তু প্রীতম থাকেনি। তার বন্ধুদেরকে আফশোষ করে বলতো তারা ফিরে গিয়ে বাড়িতে বাবা মার মুখ দেখতে পায়। তার ক্ষেত্রে সেই সুযোগ নেই। মা রিঙ্কু বুঝতে পেরেছিলেন তার বিয়ে করে চলে আসার পর প্রীতম একাকিত্বে ভুগছিল। তার ছেলে অসুস্থ এই খবর পেয়ে তিনি নিজে মঙ্গলবার সকালে গাড়ি নিয়ে যান অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা না করে নিজেই গাড়িতে প্রতিবেশীদের সাহায্য নিয়ে ছেলেকে নিয়ে বিধাননগর হাসপাতালে পৌঁছান। রিঙ্কু দেবীর বক্তব্য, তিনি যখন ফ্ল্যাটে ঢুকেছিলেন তখন ওই ফ্ল্যাটের প্রতিবেশী এবং অফিসের সহকর্মীদের দেখেছিলেন তার ছেলেকে পায়ে তেল মালিশ করছে তারা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতায় মেঘলা আকাশ, সকাল থেকেই চলছে বৃষ্টি

বোকারোতে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেলেও ‘মূল মাস্টারমাইন্ড’ পলাতক, খুঁজছে পুলিশ

২১ জুলাইয়ের প্রোমো প্রকাশ করল তৃণমূল, মমতার সঙ্গে রয়েছে অভিষেকেরও ছবি

রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬’টি জেলায় ঝড় বৃষ্টি, মঙ্গল থেকে শুরু দুর্যোগ

অমিত মালব্যকে ভুয়ো খবর ছড়ানোর অপরাধে শোকজ নোটিশ পাঠাল শিশু অধিকার সুরক্ষা কমিশন

বর্ষার শুরুতেই ডেঙ্গুর ছোবলে প্রাণ হারাল সপ্তম শ্রেণির ছাত্রী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ