এই মুহূর্তে




মণ্ডপের ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ জানানো যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের




নিজস্ব প্রতিনিধি: ত্রিধারা সম্মিলনীর পুজোমণ্ডপে ‘বিচার চাই’ শ্লোগান দিয়ে অশান্তি বাঁধানোর অভিযোগে ধৃত ৯ জনকে অন্তর্বর্তীকালীন জামিন দিল কলকাতা হাই কোর্ট। আজ শুক্রবার বিচারপতি শম্পা সরকার প্রত্যেককে এক হাজার টাকার বন্ডে জামিন দেন। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ওই অন্তর্বর্তীকালীন জামিন বহাল থাকছে। তবে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করলেও উ‍ৎসবের সময়ে ‘রথ দেখা ও কলা বেচার’ মতো মণ্ডপে-মণ্ডপে ঘুরে ঠাকুর দেখার পাশাপাশি প্রতিবাদ জানানোর পরিকল্পনা নেওয়া নাটকবাজদের বড় সড় ধাক্কা দিয়েছেন বিচারপতি। তিনি নির্দেশ দিয়েছেন, আর কোনও পুজো মণ্ডপের ২০০ মিটারের মধ্যে  প্রতিবাদ জানানো যাবে না। এমনকি রেড রোডে রাজ্য সরকারের পুজো কার্নিভালে বাধা সৃষ্টি করা যাবে না।

গত বুধবারই তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারের পুজো হিসাবে পরিচিত ত্রিধারা সম্মিলনীর মণ্ডপে গিয়ে ‘বিচার চাই’ শ্লোগান তুলে উ‍ৎসবের পরিবেশকে ভণ্ডুল করার চেষ্টা চালান বেশ কয়েকজন আন্দোলনকারী। বড় সড় অশান্তি পাকানোর আগেই ৯ জনকে আটক করে পুলিশ। ধৃতদের লালবাজারে নিয়ে আসা হয়। গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) ধৃতদের আলিপুর আদালতে হাজির করা হলে বিচারককে তাদের আটদিনের পুলিশ হেফাজতে পাঠান।

নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ধৃতরা এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালতে শুনানির সময়ে রাজ্য সরকারের আইনজীবী সুমন সেনগুপ্ত বলেন, ‘পুলিশের কাছে অভিযোগ করা হয়েছিল। তার ভিত্তিতে পুলিশ তদন্ত করে ৯ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া গিয়েছে। তদন্ত চালিয়ে নিয়ে যেতে দেওয়া হোক।’ ধৃতদের আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য ও জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় পাল্টা বলেন, ‘ধৃতদের বিরুদ্ধে মামলা চালাচ্ছে পুলিশ। যে ধারায় মামলা দেওয়া হয়েছে, তার গ্রহণযোগ্যতা নেই।’ দু’পক্ষের সওয়াল জবাব শেষে ধৃত ৯ জনকে ১ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারপতি শম্পা সরকার। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল থাকছে। তত দিন ধৃতদের প্রতি সপ্তাহে থানায় হাজিরা দিতে হবে। ধৃতেরা আর কোনও পুজো মণ্ডপে প্রতিবাদ জানাতে পারবেন না। ধৃতরা জামিন পেয়েছেন শুনে কেঁদে প্রায় ভাসিয়ে দিয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে অনশন শুরু করা সিপিএমপন্থী জুনিয়র চিকি‍ৎসকরা। আর তাদের কান্না দেখে পথচলতি অনেকেই টিপ্পনি কেটেছেন, ‘আর কত রঙ্গ দেখব, কে জানে?’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যাদবপুরে ১২ জন পড়ুয়ার ট্যাব কেনার টাকা ঢুকলো অন্যের অ্যাকাউন্টে.

কালিকাপুরে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে ৫ ইঞ্জিন

উল্টোডাঙায় পথ দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, পাহাড় থেকে পরিবহনমন্ত্রীকে ফোন মমতার

ফের কেন্দ্রীয় মোটর ভেহিকেলস আইন পুনর্বিবেচনা করার আবেদন বাস মালিকদের

আর্থিক দুর্নীতির অভিযোগে দেশের মোট ১২ জায়গায় ইডির হানা

সল্টলেকে দু’নম্বর গেটের সামনে দুটি বাসের রেষারেষিতে তৃতীয় শ্রেণীর পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর