এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

WEB Ad_Valentine



দেব না মাটি! সরব এবার বাংলার যৌনকর্মীরা



নিজস্ব প্রতিনিধি: তাঁরা যৌনকর্মী। সোনাগাছির পাশাপাশি তাঁরা ছড়িয়ে রয়েছেন কলকাতা শহর আর বাংলার আনাচেকানাচে। তাঁদের প্রকৃত সংখ্যা এখনও অজানাই থেকে গিয়েছে। কেননা যারা সোনাগাছির মতো বাঁধাধরা এলাকার বাসিন্দা তাঁদের সংখ্যাটা জানা যায়। কিন্তু যারা এর বাইরে থেকে ওই সব এলাকায় গিয়ে দেহ ব্যবসা করেন তাঁদের সংখ্যাটাই কিন্তু অজানা থেকে গিয়েছে। এদেরকেই কিন্তু তথাকথিত সমাজ ‘বেশ্যা’ নামেই ডেকে থাকে। শব্দটি শুনলে অশ্লীল লাগলেও এই শব্দই কিন্তু ব্যভৃত হয়েছে শাস্ত্রে। সেই শাস্ত্রেই কিন্তু বলা হয়েছে, দুর্গাপুজোয় ‘বেশ্যাদ্বার মৃত্তিকা’ ভিন্ন দেবীর প্রতিমা নির্মাণ সম্ভব নয়। কিন্তু দীর্ঘকাল ধরে এই নিয়ম যথাযথ ভাবে মেনে চলতো সমাজের এইসব যৌনকর্মীরা। কিন্তু এবার তাঁরাই রুখে দাঁড়ালেন নিজেদের চৌকাঠের মাটি দিতে। একুশের মহাপুজো সাঙ্গ নিয়ে কোনও সমস্যা না হলেও যৌনকর্মীদের এই সিদ্ধান্তের প্রভাব পড়তে চলেছে আগামী বছর থেকে। আর এই বিদ্রোহের মূলে রয়েছে এক কেন্দ্রীয় আইন।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার যে মানবপাচার-বিরোধী আইন তৈরির উদ্যোগ নিয়েছে। সেই আইন ইতিমধ্যেই বিল আকারে লোকসভায় পাশ হয়ে গিয়েছে। রাজ্যসভায় পাশ হলে ও তাতে রাষ্ট্রপতি সই করে দিলেই তা বিধিবদ্ধ আইনে পরিণত হবে। সেই আইনেই বলা হয়েছে দেশে মানব-পাচার রোধ করতে দেশে যত গণিকা বা যৌনকর্মী রয়েছেন তাঁদের সবাইকে পুনর্বাসন দিয়ে এই পেশা থেকে সরিয়ে দেওয়া হবে। আর এই নিয়েই ক্ষোভ ছড়িয়েছে দেশের যৌনকর্মীদের মধ্যে যাতে সামিল হয়েছেন বাংলার যৌনকর্মীরাও। তাঁরাই এখন এই বিলের প্রতিবাদস্বরূপ সাফ জানিয়ে দিচ্ছেন এবার থেকে তাঁরা আর তাঁদের বাড়ির চৌকাঠের মাটি দেবেন না, দুর্গাপুজোর প্রতিমা নির্মাণ করার জন্য। সোনাগাছির যৌনকর্মীদের বক্তব্য, এই আইনে সব যৌনকর্মীকেই এক চোখে দেখা হয়েছে। পুরুষ যৌনকর্মী বা মহিলা যৌনকর্মী মায় তৃতীয় লিঙ্গের যৌনকর্মী বলে যেমন কোনও ভাগ রাখা হয়নি তেমনি এই পেশায় স্বেচ্ছায় আসা বা জোর করে নামানো নিয়েও কোনও রকম ভাগ রাখা হয়নি। আর তার জেরে দেশ থেকে এই পেশাটাই উঠে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর এতে ধাক্কা খাবেন সেই সব যৌনকর্মীরাই যারা স্বেচ্ছায় এই পেশায় এসেছেন যাদের অর্জিত অর্থে তাঁদের পরিবারের প্রতিপালন হয়। শুধু বাংলাই নয়, সারা দেশেই সংগঠিত বা চিহ্নিত যৌনকর্মীদের তুলনায় অসংগঠিত বা অচেনা যৌনকর্মীদের ভিড় বেশি। তাঁরা প্রায় সকলেই স্বেচ্ছায় এই পেশায় এসেছেন। এদের সংখ্যাই দেশে এখন ক্রমশ বেড়ে চলেছে। আর এই আইন লাগু হলে এরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হবেন।

এই আইনের বিরুদ্ধেই তাই সরব হয়ে বাংলার সব যৌনকর্মীরা একযোগে সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা এবার থেকে আর তাঁদের বাড়ির দরকার মাটি দেবেন না দুর্গাপুজোর প্রতিমা নির্মাণের জন্য। যদিও তাঁদের এহেন প্রতিবাদকে খুব একটা মান্যতা দিতে চাইছে না সুশীল সমাজ। বিশেষ করে যাদের পারিবারিক দুর্গাপুজো হয় তাঁরা জানিয়ে দিয়েছেন, এইসব ক্ষেত্রে শাস্ত্রেই বিধান দেওয়া আছে গঙ্গা মাটিকেই ‘বেশ্যাদ্বার মাটি’ হিসাবে প্রতিকী ভাবে ব্যবহার করতে। তাঁরা তেমন হলে আগামী বছর থেকে সেটাই করবেন। তবে তাঁরা তো বটেই আমজনতার একটা বড় অংশই জানিয়েছে, এই ধরনের বিল এনে কেন্দ্র সরকার যত চেষ্টাই করুক না কেন এদেশে যৌনপেশার অবসান ঘটাতে পারবে না কোনও ভাবেই। কেননা শরীরের খিদে মেটাতে পুরুষ যুগ যুগ ধরে এইসব মানুষদের চৌকাঠে পা রেখেছেন। আগামী দিনেও রাখবেন। এই আদিম রিপুর অবসান কোনও কালেই কোনও সমাজেও ঘটবে না। পৃথিবীতে পুরুষ জাতি যতদিন থাকবে ততক্ষন তাঁর শরীরের খিদে, মনের খিদে মেটাবার জন্য যৌন পেশা থেকে যৌনকর্মীরাও থাকবেন।



Published by:

Koushik Dey Sarkar

Share Link:

More Releted News:

পুরসভাতে হাতাহাতির ঘটনায় দুই কাউন্সিলর শোকজের জবাব দিলেন

সেরা পুজো বাছাইয়ের ভার দর্শকদের হাতে ছাড়ছে কলকাতা পুরসভা

দিল্লি থেকে কলকাতায় ফিরলেন অভিষেক, রক্ষাকবচ নিয়ে প্রতিক্রিয়া দিলেন না

কলেজ স্ট্রিটে বর্ণপরিচয় মার্কেট ও মেডিকেল কলেজে হানা

একই দিনে ডেঙ্গু প্রাণ কাড়ল মোট চারজনের

হাওড়ার মাছ বাজারে বাংলাদেশের ইলিশের বেচাকেনা শুরু

Advertisement

এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর