এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

জুনেই ধরা পড়ল বৃষ্টি ঘাটতি, পুজোর মুখে ভাসবে বাংলা

নিজস্ব প্রতিনিধি: বর্ষা এসেছে। কিন্তু তার মতিগতি খুব একটা সুখকর নয়। উত্তরবঙ্গ(North Bengal) বৃষ্টিতে ভেসে গেলে দক্ষিণবঙ্গ(South Bengal) কার্যত খরার মুখে দাঁড়িয়ে। সাধারনত উত্তরবঙ্গে বর্ষা আসে ৮ জুন(June)। এবারে তার আগেই সে উত্তরবঙ্গে পা রেখেছে। দক্ষিণবঙ্গে বর্ষা আসে ১০ জুন। অথচ এবার সে অনেক দেরীতেও পা রেখেছে বঙ্গে। শুধু দেরীতে পা রাখাই নয়, দক্ষিণবঙ্গে বৃষ্টি(Rain) ঝরাতেও বেশ কার্পণ্যবোধ করছে মৌসুমি বায়ু। আর তার জেরে কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাবসা গরম ছড়ি ঘুড়িয়ে চলেছে জনজীবনের ওপরে। আর সেই সূত্রেই ধরা পড়ল দক্ষিণবঙ্গে বৃষ্টি ঘাটতির ছবি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি মরশুমে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে ২৫ শতাংশ বৃষ্টি কম হয়েছে। কলকাতা সহ কয়েকটি জেলায় বৃষ্টি ঘাটতির পরিমাণ ৫০ শতাংশের বেশি। হাওড়া জেলায় আবার তা ৭৩ শতাংশ।

সাধারনত কোন জায়গায় বৃষ্টিপাতের স্বাভাবিকের থেকে ১৯ শতাংশ পর্যন্ত কম হলে সেটাকে স্বাভাবিক বলেই ধরা হয়। কেননা সেক্ষেত্রে ঘাটতি পূরণের সম্ভাবনা থাকে পরবর্তী বা আগেকার মাসগুলিতে। কিন্তু গড় মাত্রার থেকে ২০ শতাংশের বেশি কম বৃষ্টি হলেই তা ঘাটতি হিসাবে চিহ্নিত হয়। তাই জুন মাসে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি ঘাটতি তৈরি হয়েছে তা আগামী মাসগুলিতে আদৌ পূরণ হবে কিনা তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। এই বৃষ্টি ঘাটতির সব থেকে বড় আঘাত পড়তে চলেছে ধান চাষের ওপর। ধাক্কা খাবে সবজির চাষও। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় বঙ্গের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তা থেকেই বৃষ্টি হচ্ছে। তবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কম বৃষ্টি হচ্ছে। এই প্রবণতা আপাতত থাকবে। অক্ষরেখাটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হলেও এখনও সেখানে কোনও নিম্নচাপ বা জোরালো ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ইঙ্গিত নেই। দক্ষিণবঙ্গে বর্ষা চলতি বছর অনেক দুর্বল বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরাও।

তবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেপ্টেম্বর মাসে। এবারে অক্টোবর মাসের প্রথমেই পুজো। মহালয়া পড়েছে সেপ্টেম্বর মাসের শেষ দিকে। কিন্তু এই সেপ্টেম্বর মাসেই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আর তার জেরে পুজোর মুখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বন্যার সম্ভাবনাও থাকছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। তবে সেই বৃষ্টির পরেও সামগ্রিক ভাবে দক্ষিণবঙ্গে এবার বৃষ্টির ঘাটতে পূরণ হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আর তার জেরে আগামী শুখা মরশুমে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলের অভাব দেখা দিতে পারে। সাময়িক ভাবে খরার মুখেও পড়তে হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রেকর্ড গরম কলকাতায়, ৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা

আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য, বিশাখাপত্তনম থেকে এল সাদা বাঘ

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন চলবে অতিরিক্ত মেট্রো, জেনে নিন সময়সূচি

২৬ হাজার চাকরিহারা পাবেন এপ্রিল মাসের বেতন, জানাল শিক্ষা দফতর

২ মাসের মধ্যে ৮৬৭ শূন্যপদে দিতে হবে চাকরি, প্রাথমিকে নিয়োগে বড় নির্দেশ হাইকোর্টের

৫,২৪৩ জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে পাঠালো CBI

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর