27ºc, Haze
Saturday, 2nd July, 2022 7:15 am
নিজস্ব প্রতিনিধি: বর্ষা পা রেখেছে দক্ষিণবঙ্গের(South Bengal) বুকে। ছড়িয়ে পড়েছে দক্ষিণের সব জেলাতেই। কিন্তু সেই বর্ষা দুর্বল হওয়ায় ঝেঁপে বৃষ্টি(Rain) কার্যত দক্ষিণবঙ্গের কোথাও দেখা যাচ্ছে না। বরঞ্চ কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাবসা গরম আমজনতার কাহিলদশা বাড়িয়েই চলেছে। এরই মধ্যে বৃহস্পতিবার দুপুরে কলকাতার মাথায় দেখা মিলল উলম্ব মেঘের(Cloud) যা ঝড়বৃষ্টির ইঙ্গিত বহণ করছে। আর তা দেখেই মনে করা হচ্ছে এদিন বিকালেই ঝঁপে ঝড়বৃষ্টির মুখে পড়তে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। সম্ভাবনা থাকছে শিলাবৃষ্টিরও। যদিও আলিপুর আবহাওয়া দফতর থেকে এখনও এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে আবহাওয়াবিদরা ঝড়বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।
এবছর মৌসুমি বায়ু দুর্বল না হলেও তার চিরাচরিত রূপে অনেক জায়গাতেই ধরা দিচ্ছে না। সেই অচেনা বর্ষার দেখা মিলছে বঙ্গের বুকেও। সাধারণত উত্তরবঙ্গে(North Bengal) বর্ষা পা রাখে ৮ জুন। ১০ জুনের মধ্যে তা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছড়িয়ে পড়ে। বঙ্গোপসাগর দিয়ে মৌসুমি বায়ুর একটি শাখা প্রবেশ করে উত্তর-পূর্ব ভারতে। সেই শাখার হাত ধরেই রাজ্যে প্রথম বর্ষা আসে উত্তরবঙ্গের বুকে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। উত্তর-পূর্ব দিক থেকে আসা মৌসুমি বায়ুর হাত ধরে বর্ষা পা রেখেছে উত্তরবঙ্গের বুকে। আর শুরু থেকেই সেখানে সে শুরু করেছে ধুন্ধুমার ব্যাটিং। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঝড়াচ্ছে সে। কিন্তু দক্ষিণবঙ্গে চলচলে বৃষ্টির খরা। এখানে সব জেলাতে মৌসুমি বায়ু ছড়িয়ে পড়লেও বৃষ্টি কার্যত হচ্ছে না বললেই চলে। যেটুকুও বা হচ্ছে তাতে ভ্যাবসা গরম কাটছে না। এরই মধ্যে বৃহস্পতিবার দুপুরে আশা জাগল উলম্ব মেঘ। এবার এই মেঘের হাত ধরে যদি বৃষ্টি নামে কলকাতায়।