'শারীরিক হেনস্থা করেছে, অন্য চোখে দেখত রাকেশ,' বিস্ফোরক পামেলা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: কোকেন কাণ্ডে যতদিন যাচ্ছে একের পর এক বিস্ফোরক তত্ব উঠে আসছে। এদিন আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেত্রী পামেলা। সাংবাদিকদের তরফে তাঁর কাছে জানতে চাওয়া হয়, পুলিশের কাছে কী অডিওক্লিপ আছে? তখন পামেলা জানান, রাকেশ সিং-এর নানান কু-কীর্তির তথ্য আছে তাতে। এদিন পুলিশের গাড়ি থেকেই পামেলা জানান, 'রাকেশ সিং আমাকে শারীরিক হেনস্থা করেছে। আমাকে ফাঁসানো হবে আগেই জানতাম। আমাকে অন্যচোখে দেখত রাকেশ। আমার বন্ধুকে খুন করার চক্রান্ত করে। আমার দীর্ঘদিন ধরে সন্দেহ হয়েছিল ড্রাগ কেস কিংবা অস্ত্র আইনে ফাঁসানো হতে পারে। তাই ওসি অমিত শঙ্কর মুখোপাধ্যায় জড়িত। আমি থানায় রাকেশের বিরুদ্ধে রিপোর্ট লেখাতে গেলেও ফিরিয়ে দেওয়া হয়।'
তিনি আরও জানান, 'রাকেশ সিং আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। তাই আমার গাড়িতে কোকেন রেখেছিল। শুধুমাত্র ওই জড়িত, কৈলাস বিজয়বর্গীয় কিংবা বিজেপির কেউ জড়িত নন। পুলিশ সঠিক তদন্ত করছে। আমার কোনও ভয় নেই যার ভয় সেই পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে পালিয়ে গিয়েছিল।' এদিন মাদক কাণ্ডে পামেলা ও তাঁর বন্ধু প্রদীপ কুমার দেকে আদালতে পেশ করা হলে আগামী ৪ মার্চ পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কোকেন কাণ্ডে যত দিন গড়াচ্ছে ততই মিলছে একাধিক তথ্য। গত মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমানের গলসি থেকে পলাতক রাকেশ সিংকে গ্রেফতার করে পুলিশ। তারপরেই তাঁকে বুধবার আলিপুর আদালতে পেশ করা হলে আগামী ১ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
রাকেশকে হাতে পেয়েই একবিন্দু সময় নষ্ট না করে পামেলার মুখোমুখি জেরা করে লালবাজারের নার্কোটিক্স সেলের গোয়েন্দারা। আর সেই জেরাতেই উঠে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য। দু'জনের প্রায় দু'ঘন্টা মুখোমুখি জেরার পর বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে।
গতকাল পামেলা পুলিশকে জানিয়েছিলেন তাঁকে মাদক সরবরাহ করত রাকেশ সিং। তাঁদের মধ্যে লিঙ্কম্যানের কাজ করত দুই ব্যক্তি। পুলিশ ইতিমধ্যেই ওই দুই ব্যক্তির খোঁজ শুরু করেছে বলে জানা গিয়েছে।
তিনি আরও জানান, 'রাকেশ সিং আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। তাই আমার গাড়িতে কোকেন রেখেছিল। শুধুমাত্র ওই জড়িত, কৈলাস বিজয়বর্গীয় কিংবা বিজেপির কেউ জড়িত নন। পুলিশ সঠিক তদন্ত করছে। আমার কোনও ভয় নেই যার ভয় সেই পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে পালিয়ে গিয়েছিল।' এদিন মাদক কাণ্ডে পামেলা ও তাঁর বন্ধু প্রদীপ কুমার দেকে আদালতে পেশ করা হলে আগামী ৪ মার্চ পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কোকেন কাণ্ডে যত দিন গড়াচ্ছে ততই মিলছে একাধিক তথ্য। গত মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমানের গলসি থেকে পলাতক রাকেশ সিংকে গ্রেফতার করে পুলিশ। তারপরেই তাঁকে বুধবার আলিপুর আদালতে পেশ করা হলে আগামী ১ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
রাকেশকে হাতে পেয়েই একবিন্দু সময় নষ্ট না করে পামেলার মুখোমুখি জেরা করে লালবাজারের নার্কোটিক্স সেলের গোয়েন্দারা। আর সেই জেরাতেই উঠে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য। দু'জনের প্রায় দু'ঘন্টা মুখোমুখি জেরার পর বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে।
গতকাল পামেলা পুলিশকে জানিয়েছিলেন তাঁকে মাদক সরবরাহ করত রাকেশ সিং। তাঁদের মধ্যে লিঙ্কম্যানের কাজ করত দুই ব্যক্তি। পুলিশ ইতিমধ্যেই ওই দুই ব্যক্তির খোঁজ শুরু করেছে বলে জানা গিয়েছে।
More News:
19th April 2021
18th April 2021
করোনা আবহে কলকাতায় আর কোনও বড় নির্বাচনী সমাবেশ করবেন না মমতা
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
ভাঙড় এবার নান্নুহারা! কমবে কী এবার নেতাদের কাজিয়া, ঘুরছে প্রশ্ন
18th April 2021
18th April 2021
17th April 2021
Leave A Comment