Breaking! অবশেষে গলসিতে পুলিশের জালে রাকেশ সিং
Share Link:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে গ্রেফতার হলেন বিজেপি নেতা রাকেশ সিং। বর্ধমানের গলসি থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় রাকেশ সিং'কে। ইতিমধ্যেই রাকেশকে আনতে কলকাতা পুলিশের একটি দল গলসি রওনা হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টে রায় ঘোষণার মিনিট ১৫ আগেই আদালত চত্বর ছেড়ে বাইরে বেরিয়ে যান রাকেশ সিং। তারপর থেকে তাঁর ফোন সুইচ অফ ছিল। পুলিশ কোনওভাবেই তাঁকে নাগালে পায়নি। যদিও তাঁর ছেলে ও বিভিন্ন সূত্রের দাবি ছিল, রাকেশ দিল্লি চলে গিয়েছেন। কিন্তু বিকেলে রাকেশের বাড়িতে তল্লাশির পর তাঁর দুই ছেলেকে আটক করা হয়।
এরপর পুলিশের কাছে খবর আসে, রাকেশ এখনও বাংলা ছেড়ে বেরোতে পারেনি। সেই কারণেই রাজ্যের সীমান্তবর্তী সব থানাকে সতর্ক করে দেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। তারপরেই রাত সাড়ে সাতটা নাগাদ গলসি থানার পুলিশ এক সহকারী-সহ রাকেশ সিংকে আটক করে। এরপরেই সেই খবর যায় কলকাতা পুলিশের কাছে।
খবর পাওয়া মাত্র কলকাতা পুলিশের একটি দল গলসির উদ্দেশে রওনা দেয়। পুলিশ সূত্রের খবর, কলকাতা পুলিশের দলটি যাওয়ার পর রাতেই রাকেশকে কলকাতা নিয়ে এসে গ্রেফতার করা হবে। তারপর আগামিকাল তাঁকে আদালতে তোলা হবে বলেই জানা গিয়েছে। তবে কী করে, কার সঙ্গে রাকেশকে গ্রেফতার করা হল, তা এখনও স্পষ্ট হয়নি।
ঠিক যেমন স্পষ্ট হয়নি, কোথা থেকে কীভাবে তাঁকে গ্রেফতার করা হল। তবে পুলিশ সূত্রের খবর, রাকেশ সড়কপথে রাজ্য ছাড়ার পরিকল্পনা করেছিলেন, তা পুলিশের কাছে খবর ছিল। তাই সব থানাকে সতর্ক করা হয়। তার জেরেই রাকেশের এই গ্রেফতারি বলেই মনে করা হচ্ছে। এখন দেখার রাকেশকে গ্রেফতারের পর পামেলা কাণ্ডের জট কতটা খোলে।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টে রায় ঘোষণার মিনিট ১৫ আগেই আদালত চত্বর ছেড়ে বাইরে বেরিয়ে যান রাকেশ সিং। তারপর থেকে তাঁর ফোন সুইচ অফ ছিল। পুলিশ কোনওভাবেই তাঁকে নাগালে পায়নি। যদিও তাঁর ছেলে ও বিভিন্ন সূত্রের দাবি ছিল, রাকেশ দিল্লি চলে গিয়েছেন। কিন্তু বিকেলে রাকেশের বাড়িতে তল্লাশির পর তাঁর দুই ছেলেকে আটক করা হয়।
এরপর পুলিশের কাছে খবর আসে, রাকেশ এখনও বাংলা ছেড়ে বেরোতে পারেনি। সেই কারণেই রাজ্যের সীমান্তবর্তী সব থানাকে সতর্ক করে দেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। তারপরেই রাত সাড়ে সাতটা নাগাদ গলসি থানার পুলিশ এক সহকারী-সহ রাকেশ সিংকে আটক করে। এরপরেই সেই খবর যায় কলকাতা পুলিশের কাছে।
খবর পাওয়া মাত্র কলকাতা পুলিশের একটি দল গলসির উদ্দেশে রওনা দেয়। পুলিশ সূত্রের খবর, কলকাতা পুলিশের দলটি যাওয়ার পর রাতেই রাকেশকে কলকাতা নিয়ে এসে গ্রেফতার করা হবে। তারপর আগামিকাল তাঁকে আদালতে তোলা হবে বলেই জানা গিয়েছে। তবে কী করে, কার সঙ্গে রাকেশকে গ্রেফতার করা হল, তা এখনও স্পষ্ট হয়নি।
ঠিক যেমন স্পষ্ট হয়নি, কোথা থেকে কীভাবে তাঁকে গ্রেফতার করা হল। তবে পুলিশ সূত্রের খবর, রাকেশ সড়কপথে রাজ্য ছাড়ার পরিকল্পনা করেছিলেন, তা পুলিশের কাছে খবর ছিল। তাই সব থানাকে সতর্ক করা হয়। তার জেরেই রাকেশের এই গ্রেফতারি বলেই মনে করা হচ্ছে। এখন দেখার রাকেশকে গ্রেফতারের পর পামেলা কাণ্ডের জট কতটা খোলে।
More News:
3rd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
Leave A Comment