এই মুহূর্তে




জগন্নাথ মন্দিরের রথযাত্রায় হাজির থাকতে বুধে দিঘা পৌঁছচ্ছেন মমতা




নিজস্ব প্রতিনিধি: আগামী শুক্রবার (২৭ জুন) রথযাত্রা। দিঘার জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা উপলক্ষে ইতিমধ্যেই সাজোসাজো রব। ওই রথযাত্রায় অংশ নিতে আগামিকাল বুধবারই (২৫ জুন) দিঘায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ঠিক ছিল, রথের আগের দিন বৃহস্পতিবার দিঘায় পৌঁছবেন রাজ্যের প্রশাসনিক প্রধান কিন্তু ওই সফর একদিন এগিয়ে আনা হয়েছে।

শুক্রবার রশি টেনে দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই রথ যে পথে যাত্রা করবে সেই পথ পরিস্কার করার জন্য সোনার ঝাঁটা কেনার জন্য ব্যক্তিগতভাবে পাঁচ লক্ষ টাকা দিয়েছেন মমতা। ওই ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করার পরেই রশি টানবেন তিনি। দিঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির, প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করবে রথ। ভক্তদের সুবিধার্থে দড়ি ফেলে রাখা হবে পুরো রাস্তা জুড়ে। তবে নিরাপত্তার স্বার্থে শুধুমাত্র বিশেষ আমন্ত্রিত ও সাধুসন্তেরা রথের সামনে থাকতে পারবেন।

অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধনের পরেই দিঘার জগন্নাথ মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়েছে। প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু ভক্ত-পর্যটক হাজির হচ্ছেন দিঘায়। মন্দির উদ্বোধনের পরে এবারই প্রথম রথযাত্রা। ফলে প্রচুর ভিড় হবে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। কমপক্ষে আড়াই লক্ষ ভক্ত জড়ো হতে পারেন বলে অনুমান করা হচ্ছে। কুম্ভ মেলায় ভিড়ের চাপে যে পদপিষ্টের ঘটনা ঘটেছে তা মাথায় রেখে নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাড়তি পুলিশ মোতায়েনের পাশাপাশি গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করার পরামর্শ দিয়েছেন। তাঁর দেওয়া নির্দেশ ঠিকমতো পালন হচ্ছে কিনা, কোথাও গাফিলতি রয়েছে কিনা তা চাক্ষুস করতেই রথের দুদিন আগে দিঘায় পৌঁছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জয়নগরের দক্ষিণ বারাসতে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হল বৈদ্যুতিক চুল্লি

ন্যাজাটে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা সহ ২

পুজোর পরই ফের বসছে শিল্প সম্মেলন, জানালেন অমিত মিত্র

পথ নিরাপত্তা সপ্তাহে ইউনাইটেড মিশনারি গালর্স হাইস্কুলের পড়ুয়াদের অভিনয়ে মুগ্ধ মমতা

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ডালখোলা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ