এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অসমে তৃণমূলের দায়িত্বে রিপুন বোরা

নিজস্ব প্রতিনিধি: জাতীয় স্তরের দলের তকমা অনেক আগেই এসে গিয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে বাংলার বুকে বিজেপিকে হারিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল(TMC) এবার দেশের অনান্য রাজ্যগুলিতেও দলের বিস্তার ঘটাতে উঠে পড়ে লেগেছে। সেই বিস্তারের পথে তৃণমূল নেতৃত্ব এমন কিছু রাজ্যকে বেছে নিচ্ছে যেখানে কংগ্রেস(INC) প্রধান বিরোধী দলের আসনে থেকেও বিজেপির বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ হচ্ছে। সেই লক্ষ্যেই তৃণমূল উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে নজর দিয়েছে। ইতিমধ্যেই মেঘালয়ে তৃণমূল প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসেছে। এবার পালা অসমের। গত বছর বাংলার সঙ্গে আরও যে সব রাজ্যের বিধানসভার নির্বাচন হয়েছিল তার মধ্যে ছিল অসমও(Assam)। সেখানে বিজেপি দ্বিতীয়বারের জন্য ফের ক্ষমতায় এসেছে। এবার সেই অসমেই বিজেপিকে ধাক্কা দিতে মাঠে নামতে চলেছে তৃণমূল। লক্ষ্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতা থেকে সরানো। সেই লক্ষ্যেই এবার রিপুন বোরাকে(Ripun Bora) অসমে তৃণমূলের রাজ্য সভাপতি পদে নিয়োগ করল তৃণমূল নেতৃত্ব।  

উল্লেখ্য গত ১৭ এপ্রিল রিপুন এসেছিলেন কলকাতায় ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) কার্যালয়ে। সেখানেই সেদিন তিনি তৃণমূলে যোগ দেন। সেই যোগদানের পরে অভিষেক নিজে টুইট করে জানিয়েছিলেন, ‘তৃণমূল পরিবারে যোগদানের জন্য দৃঢ় ও দক্ষ রাজনীতিবিদ শ্রী রিপুন বরাকে স্বাগত জানাই। আমরা আপনাকে আমাদের সঙ্গে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আমরা জনগণের মঙ্গলের স্বার্থে কাজ করার জন্য জোটবদ্ধ হলাম।’ কংগ্রেসের সঙ্গে সর্বভারতীয় স্তরে তৃণমূলের দ্বন্দ্ব যখন বেশ সরগরম রয়েছে জাতীয় রাজনীতিতে ঠিক তখনই রিপুনের তৃণমূলে যোগদান কিছুটা হলেও ধাক্কা দেয় কংগ্রেস নেতৃত্বকে। কেননা রিপুন অসমের রাজনীতির শুধু যে একটি গুরুত্বপূর্ণ নাম তাই নয়, তিনি এক সময় অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। সঙ্গে অসম রাজ্য সরকারে তিনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রীও ছিলেন। সেই সঙ্গে রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ হিসেবে দায়িত্বপালনও করেছেন। সেই রিপুনকে তৃণমূল টেনে নেওয়ায় তা ভাল ভাবে নিতে পারেনি সোনিয়া-রাহুলের দল। এদিন তো আবার তাঁকে অসমে তৃণমূলের রাজ্য সভাপতিও করে দেওয়া হল।

অসম থেকে বড় মাপের যে কংগ্রেস নেত্রী তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি হলেন সুস্মিতা দেব। বরাক উপত্যকার এই নেত্রী এখন তৃণমূলের রাজ্যসাভার সাংসদও। এই সুস্মিতাই রিপুনকে তৃণমূলে নিয়ে আসার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন বলে শোনা গিয়েছে। রিপুনের সঙ্গে গত ১৭ তারিখে কংগ্রেসের এক মহিলা নেত্রী ও এক যুবনেতাও তৃণমূলে যোগদান করেন। অসমে এখনই কোনও ভোট নেই। তাই রিপুনকে দায়িত্ব নিয়ে এখনই কোনও অগ্নিপরীক্ষার মুখে পড়তে হচ্ছে না। প্রায় ২ বছর তিনি এখন সময় পাবেন লোকসভার নির্বাচনের জন্য। সেই সঙ্গে ৪ বছর সময় পাবেন সেখানকার পরবর্তী বিধানসভা নির্বাচনের জন্য। তবে উত্তর-পূর্ব ভারতে অসমের রাজনীতি বরাবরই অনান্য রাজ্যগুলিকে প্রভাবিত করে। তাই অসমে তৃণমূল স্থানীয় নির্বাচনেও ভাল ফল করলে তার প্রভাব পড়বে উত্তর-পূর্ব ভারতের অনান্য রাজ্যগুলিতেও। এমনিতেই, আগামী মাসের ৩ তারিখে দু’দিনের সফরে মেঘালয়ে যাবেন অভিষেক। সেই সঙ্গে আগামী বছর ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন রয়েছে। এই দুই রাজ্যের নির্বাচনেই অংশ নেবে তৃণমূল। সেই সঙ্গে ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও অসমের বেশ কিছু আসনেও প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা নিয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সেই ছকেই রিপুনের তৃণমূলে যোগদান ও এদিন তাঁর হাতে অসমে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বলে এখন রাজনৈতিক মহল মনে করছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৫ দিন তাপপ্রবাহ চলবে

‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের রিপোর্ট আদালতে জমা ইডির

নিউটাউনে পরিত্যক্ত বহুতল থেকে উদ্ধার যুবকের নিথর মৃতদেহ

ভোট পেতে কুণাল ঘোষকে ফোন কংগ্রেস প্রার্থী  প্রদীপ ভট্টাচার্যের

২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে এসএসসি

আচমকাই জেগে উঠল গুরু প্রেম, প্রয়াত অজিত পাঁজার বাড়িতে হাজির ‘দলবদলু’ তাপস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর