এই মুহূর্তে




সেন্ট্রাল অ্যাভিনিউতে দুঃসাহসিক লুঠ, বৃদ্ধাকে অস্ত্র দেখিয়ে লক্ষ লক্ষ নগদ-সহ সোনার গয়না নিয়ে পালাল দুষ্কৃতী




নিজস্ব প্রতিনিধিঃ প্রেমদিবসেই দুঃসাহসিক ঘটনা শহর কলকাতার উপকণ্ঠে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সাত সকালে সেন্ট্রাল অ্যাভিনিউতে অভিজাত পরিবারে দুঃসাহসিক লুঠ। অশতিপর বৃদ্ধাকে ধারালো অস্ত্র দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নগদ, এবং ১৫,০০০ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতী। সেন্ট্রাল অ্যাভিনিউ-এর ভাস্কর মিত্র আবাসনে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় আবারও শহরের নিরাপত্তার প্রশ্ন উঠছে।

মাস কয়েক ধরেই শহর কলকাতার বুকে একের পর এক দুঃসাহসিক লুঠের ঘটনা ঘটছে। শুক্রবার গভীর রাতে সেন্ট্রাল অ্যাভিনিউতে ভয়াবহ লুঠের ঘটনাটি ঘটেছে। তখনও দিনের আলো ফোটেনি। সংবাদ সূত্রের খবর, প্রথমে অসুস্থ বৃদ্ধাকে ধারালো অস্ত্র দেখিয়ে তাঁকে মৃত্যু হুমকি দেয় দুষ্কৃতী। স্বাভাবিকভাবেই আতঙ্কে বৃদ্ধা মুখ খুলতে পারেনি। এরপর আলমারি থেকে লক্ষ লক্ষ নগদ এবং ১৫,০০০ মুল্যের সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। বৃদ্ধা ওই আবাসনে একাই থাকেন, তবে তাঁকে ৩৫ বছর দেখাশোনা করছেন আরেক বৃদ্ধা। পরিচারিকা জানিয়েছেন, ভোরে কলিং বেল চিপতে তিনি ওপর দিয়ে দেখেন একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। জিজ্ঞাসা করতেই লোকটি জল খেতে চান। তিনি অজানা লোক বলে তাঁকে ফিরিয়ে দেন। এরপর ওই ব্যাক্তি আবাসনের নয়া সিকিউরিটি গার্ড বলে নিজেকে পরিচয় করিয়ে দেন। এরপর পরিচারিকা বৃদ্ধা উপর থেকে রিমোট দিয়ে দরজা খুলে নিজে শুয়ে পড়েন। তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন, তাই তাঁর মাথা ঘুরছিল। সেই কারণে কলিং বেল বাজানো ব্যক্তির উপরে ওঠা পর্যন্ত অপেক্ষা না করেই শুয়ে পড়েন। এরপরে কি হয়েছে তিনি কিছু জানেন না। ঘুম থেকে উঠে জানতে পারেন, ব্যক্তি উপরে বৃদ্ধাকে ধারালো অস্ত্র দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নগদ এবং সোনার গহনা নিয়ে পালিয়ে গিয়েছে। অসুস্থ বৃদ্ধার গলায় অস্ত্র ঠেকিয়ে রেখেছিলেন বলে তিনি চিৎকার করেননি।

তিনি আরও জানিয়েছেন, এই আবাসনে ২৫ বছর ধরে কর্মরত সিকিউরিটি গার্ড। কিন্তু এখানে একটাই প্রশ্ন, দীর্ঘদিনের সিকিউরিটি গার্ডকে এড়িয়ে দুষ্কৃতী আবাসনের ভিতরে প্রবেশ করল কী করে? এবং বৃদ্ধার পরিচারিকা না জেনেই একজন অপরিচিত ব্যক্তিকে কেন দরজা খুলে দিলেন? তবে কি এর পেছনে অন্য কারণ রয়েছে? নাকি পরিচারিকা এবং সিকিউরিটি গার্ডের ইন্ধনেই ফ্ল্যাটের ভিতরে ঢুকে দুঃসাহসিক লুঠ চালিয়েছে দুষ্কৃতী? ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বড়তলা থানার পুলিশ এবং কলকাতা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ দফত। এবং তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন এবং এর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা তাও জানার চেষ্টা করছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

খাদিম-কর্তা অপহরণ মামলায় বেকসুর খালাস আখতার হোসেন

বদলে যাওয়া বাংলার গল্প শোনাতে লন্ডন থেকে অক্সফোর্ডের পথে মমতা

প্রশাসনের কাছে পাকা বাড়ির দাবি জানালেন ঘরছাড়ারা, হাওড়ার আবর্জনা এবার ধাপায়

কেন্দ্রীয় বাহিনী দিয়ে কাঁথির কৃষি উন্নয়ন ব্যাঙ্কে ভোটের আর্জি,আবেদনে সাড়া দিল না উচ্চ আদালত

পাইকারি বাজারে হানা, কলকাতায় উদ্ধার ২০ লক্ষের জাল ওষুধ

বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন, বড় ইঙ্গিত দিলীপ ঘোষের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর