30ºc, Haze
Sunday, 2nd April, 2023 6:11 pm
নিজস্ব প্রতিনিধি: গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি (Delhi) নিয়ে যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি (ED)। রাউস অ্যাভিনিউয়ে মঙ্গলবার সে মামলার শুনানি হওয়ার কথা ছিল। অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের সেই আবেদন খারিজের দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার আদালত মামলার শুনানি স্থগিত করে। আগামী ২৬ তারিখে মামলার শুনানি হবে বলে জানায় আদালত।
প্রসঙ্গত অনুব্রত মণ্ডলের হয়ে এদিন হাইকোর্টে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তিনি প্রশ্ন করেন বাংলার মামলায় দিল্লিতে এনে কেন জেরা করতে হবে? ইডির তরফে কপিলের যুক্তিতে আপত্তি জানিয়ে বলা হয়, একই মামলায় সায়গল হোসেনকে দিল্লি এনে জেরা করা হচ্ছে।
সূত্রের খবর, দিল্লি হাইকোর্ট অনুব্রতর দায়ের করা মামলাটি শুক্রবার শুনবে বলে জানিয়ে দেয়। এরপরই রাউস অ্যাভেনিউ কোর্টে অনুব্রত মণ্ডলের আইনজীবী লিভ পিটিশন ফাইল করেন। বিচারকের কাছে আবেদন করেন, আগামী সোমবার অর্থাৎ ২৮ নভেম্বর যাতে শুনানির দিন নির্ধারণ করা হয়। কিন্তু ইডির পক্ষে আইনজীবী নীতেশ রানা সওয়াল করেন, শুক্রবারই শুনানি হোক। সওয়াল-জবাবের পর রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক জানিয়ে দেন, শুনানি হবে শনিবার। যেহেতু দিল্লি হাইকোর্টে শুক্রবার শুনানি রয়েছে, তার উপর ভিত্তি করেই নিম্নআদালতে বিচার প্রক্রিয়া হবে। মনে করা হচ্ছে, দিল্লি হাইকোর্ট যদি অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার বিরুদ্ধে সদর্থক রায় দেয়, তাহলে রাউস অ্যাভিনিউতে দায়ের হওয়া মামলা গুরুত্ব হারাতে পারে।