এই মুহূর্তে




মাত্র হাজার টাকার বন্ডেই জামিন পেয়ে গেলেন রূপা

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: রাতভর বাঁশদ্রোণী থানায়(Bansdroni PS) ধর্নার পর বৃহস্পতিবার সকালে বিজেপি(BJP) নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে(Rupa Gangully) গ্রেফতার করেছিল পুলিশ। দুপুরে তাঁকে আলিপুর আদালতে(Alipur Court) হাজির করানো হয়। বিকেলেই তাঁর মামলাটি ওঠে শুনানির জন্য। তার আগেই অবশ্য রূপা তাঁর জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন। পুলিশের তরফে পাল্টা তাঁর জামিনের বিরোধিতা করা হয়েছিল। সরকারি আইনজীবী জানান, থানার মধ্যে ঢুকে পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন রূপা। তাঁর জন্য পুলিশের কাজে ব্যাঘাত ঘটেছিল। সেই কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু রূপার আইনজীবী জানান, তিনি একটি রাজনৈতিক দলের নেত্রী। কিশোরের মৃত্যুর পর বাঁশদ্রোণীতে বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি সামাল দিতে গিয়েছিলেন। দু’পক্ষের সওয়াল শুনে আলিপুর আদালতের বিচারক মাত্র ১ হাজার টাকার বন্ডে(Thousand Rupees Bond) রূপার জামিন মঞ্জুর(Bail Granted) করেন।

আরও পড়ুন, উত্তর থেকে দক্ষিণ, কলকাতা থেকে শহরতলি, বেড়ে গিয়েছে অটোর ভাড়া

এদিন আদালতে তোলার সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রূপা জানিয়েছিলেন তাঁকে গ্রেফতার করে পুলিশ ভুল করেছে। বলেছিলেন, ‘আমি নাকি ওদের কাজে বিরক্ত করেছি। আমি তো কিছুই করিনি। থানার সামনে ধর্নায় বসেছিলাম। আমাকে গ্রেফতার করে ভুল করল পুলিশ। উচিত কাজ করেনি।’ আবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছিলেন, রূপা থানার কাজে ব্যাঘাত ঘটাচ্ছিলেন বলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে। রূপার গ্রেফতারি প্রসঙ্গে সিপি বলেন, ‘বুধবার রাতে বাঁশদ্রোণী থানার সামনে উনি এসেছিলেন। ওর দাবি ছিল, যারা পুলিশের কাজে বাধা দিয়েছেন, তাঁদের ছেড়ে দিতে হবে। আমরা জানাই, আইনের পথে আদালতে যা করার করতে হবে। তার পরেও উনি থানার সামনে বসেছিলেন। ওর কাজে পুলিশের অসুবিধা হচ্ছিল। তাই আমরা ওকে আটক করি। পরে ওর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে।’

আরও পড়ুন, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু

এদিন আলিপুর আদালতে, রূপার আইনজীবী তাঁর হয়ে সাওয়াল করে বলেন, তিনি একটি রাজনৈতিক দলের নেত্রী। কিশোরের মৃত্যুর পর বাঁশদ্রোণীতে বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ কয়েক জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছিল। তাঁদের মধ্যে কয়েক জন বিজেপি কর্মীও ছিলেন। তার প্রতিবাদে রূপা থানায় গিয়েছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, যে জেসিবির ধাক্কায় ছাত্রের মৃত্যু ঘটল, তার চালককে গ্রেফতার করা হয়নি কেন? শুধুমাত্র এইটুকুর জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আদালত সব শুনে ১ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে। ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। রূপা ছাড়াও আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের মামলা এখনও আদালতে বিচারাধীন রয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলাদেশীদের সামাজিক বয়কটের ডাক হিন্দু মহাসভার

সোমে বিধানসভায় শপথ নেবেন উপনির্বাচনে জয়ী তৃণমূলের ৬ বিধায়ক

হাড় কাঁপানো ঠান্ডার জন্য আরও ১০ দিন অপেক্ষা করতে হবে, জানাল আবহাওয়া অফিস

ঠাকুরপুকুরে চুরি করার সময় বাড়ির গেটে তালা দিয়ে চোরকে ধরিয়ে দিলেন গৃহবধূ

গাড়িতে “KP” স্টিকার থাকলেই পড়তে হবে বিপদে, নির্দেশ লালবাজারের!

ফুল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ৫ ইঞ্জিন

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর