এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

জেল যাত্রার জেরে পার্থ’র বেতন গেল কমে

নিজস্ব প্রতিনিধি: হায় হায় রে হায় হায়। জেলে গিয়ে ‘কুমড়োপটাশ’-এর মাইনে গেল কমে! এবার কী হবে? সেটাই এখন ভাবতে বসেছে অনেকে। তাও এক আধ টাকা মাইনে কমেনি, পুরো ৬০ হাজার টাকা মাইনে(Salary) কাটা পড়ছে। একেই তো যা সম্পত্তি তৈরি করা হয়েছিল, ফ্ল্যাটে ফ্ল্যাটে জমানো হয়েছিল, সব গিয়েছ ইডির দখলে। এবার মাইনেতেও হাত পড়ে গেল রে। কীভাবে চলবে বাকি জীবন? বাটি হাতে রাস্তায় দাঁড়াতে হবে নাকি শেষে? রসিকজনে জিজ্ঞাসা করে একে ওকে তাঁকে।

রাজ্য বিধানসভার(West Bengal State Assembly) সচিবালয় সূত্রে জানা গিয়েছে, বেতনে কোপ পড়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chattopadhay)। রাজ্যের অন্য বিধায়কদের তুলনায় এ বার অনেকটাই কম বেতন পাবেন তিনি। প্রায় ৬০ হাজার টাকা কমে যাবে তাঁর বেতন। বাংলার বিধায়কদের এখন বিভিন্ন ভাতা বাদ দিয়ে বেতনের পরিমাণ মাত্র ২১,৮৭০ টাকা। পার্থ এখন সেটাই পাবেন। কেননা তাঁকে তৃণমূল দলের সব পদ থেকে ও রাজ্য সরকার তাঁকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দিলেও তিনি এখনও বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক। আর সেই বিধায়ক পদে এখনও থেকে যাওয়ার জন্যই পার্থ’র এখন মাসমাইনে ২১,৮৭০ টাকা। কিন্তু এর আগে তিনি প্রায় ৮২ হাজার টাকা মাইনে পেতেন। কেননা রাজ্য বিধানসভায় মোট ৪১টি কমিটি রয়েছে। আর এই সব কমিটিতে ঠাঁই মেলে বিধায়কদেরও। আবার সেই কমিটির বৈঠকে যোগ দিলেই মেলে বাড়তি মাইনে। সব মিলিয়ে এইভাবে একজন বিধায়ক মাসে ৮২ হাজার টাকা পান।

কিন্তু পার্থ এখন আছেন জেলে(Jail)। কবে ছাড়া পাবেন তারও কোনও ঠিকঠিকানা নেই। তাই রাজ্য সরকারও তাঁকে আর কোনও কমিটিতে রাখার জন্য সুপারিশ করেনি। আর তাই পার্থ বাড়তি বেতনও আর পাবেন না। ৮২ হাজারের জায়গায় ২২ হাজার টাকার সামান্য কম বেতন পেয়েই তাঁকে এখন সন্তুষ্ট থাকতে হবে। তৃণমূল(TMC) পরিষদীয় দলের তরফে বিধানসভার সচিবালয়কে বলা হয়েছে পার্থকে বিধানসভার কোনও কমিটিতে না রাখতে। তার জেরেই বাদ পড়েছেন পার্থ। আর ওই সব কমিটি থেকে বাদ পড়তেই পার্থ’র বেতন গেছে কমে। তৃণমূলের বক্তব্য, পার্থ এখন জেলবন্দি। কবে আবার বিধানসভায় এসে কাজে যোগ দিতে পারবেন, তার ঠিক নেই। তাই অযথা তাঁকে কমিটিতে রাখার কোনও যৌক্তিকতা নেই। বদলে যে সব বিধায়ক নিয়মিত বৈঠকে যোগ দিতে পারবেন, এ ক্ষেত্রে তাঁদের সুযোগ দেওয়া হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণের মামলা থেকে সরে দাঁড়ালেন হাইকোর্টের বিচারপতি

ভোটের মুখে বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা বনগাঁর তৃণমূল প্রার্থীর

কুণাল ট্যুইটে বিদ্ধ মিঠুন সহ রাজ্যপাল

ভোটদানেও এগিয়ে বাংলা, উচ্ছ্বসিত তৃণমূল, চিন্তায় গেরুয়া

উচ্চ মাধ্যমিকে ক্লাস শুরু কবে থেকে, জানাল শিক্ষা সংসদ

ভোটের আগে বিধায়কের পদে ইস্তফা রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর