নিজস্ব প্রতিনিধি: সাতসকালেই দুর্ঘটনা সল্টলেকের বুকে। অ্যাপ ক্যাবের সঙ্গে রেষারেষি করতে গিয়ে দুরন্ত গতির একটি বেসরকারি গাড়ি পড়লো দুর্ঘটনার কবলে। নির্মীয়মান নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের পিলারে ধাক্কা মেরে রাস্তার মধ্যেই উল্টে যায় সেই গাড়িটি। তাতেই আহত হলেন ৫জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকাল ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে নিক্কোপার্কের সামনে লোহাপুলের কাছে। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। একই সঙ্গে কিছুক্ষনের জন্য চিংড়িঘাটা থেকে সল্টলেক বাইপাস দিয়ে সেক্টর ফাইভ বা নিউটাউন যাওয়ার রাস্তায় যানজটও তৈরি হয় এই দুর্ঘটনার জেরে। দুর্ঘটনার কারন হিসাবে এদিন অনেকেই ওই রাস্তায় স্পিডমিটার না থাকার বিষয়টি তুলে ধরেছেন।
জানা গিয়েছে, দু’টি গাড়ির রেষারেষি এবং ওভারটেকের লড়াইয়েই এই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কলকাতা পুলিশের আওতায় থাকা চিংড়িঘাটা মোড় পর্যন্ত ইএমবাইপাসে একাধিক স্পিড লিমিটার রয়েছে। তাই চাইলেও কেউ গতির খেলায় মাততে পারে না। কিন্তু চিংড়িঘাটা উড়ালপুল থেকে নেমে সেক্টর ফাইভ বা নিউটাউন যাওয়ার রাস্তায় এই স্পিড লিমিটার অমিল। এই রাস্তাটি আবার বিধাননগর কমিশনারেটের অধীনে। এখানে প্রায় চার কিলোমিটার রাস্তায় স্পিড লিমিটার নেই। আর তার জেরেই নিয়মিত এই রাস্তা ধরার পরই অধিকাংশ গাড়ি বেপরোয়া হয়ে ওঠে। এদিনও সেই বেপরোয়া গতিতে ধেয়ে আসা দুটি গাড়ির মধ্যে একটি লোহাপুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর পিলারে গিয়ে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়িটিতে চালক ছাড়াও ছিলেন চার জন যাত্রী। তাঁরা সকলেই আহত হন। সামনের ডানদিকের আসনে বসা চালকের আঘাত গুরুতর। রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাঁদের উদ্ধার করে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে প্রত্যেককেই। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হবে রাস্তার সিসিটিভি ফুটেজও।