-273ºc,
Saturday, 3rd June, 2023 4:14 am
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কলকাতায় তৈরি হওয়া মূর্তি বিদেশে পাড়ি দেওয়ার ঘটনা নতুন নয়। মাটির তৈরি মূর্তি যেমন ভিনদেশে পাড়ি দিয়েছে, ভিন দেশে পাড়ি দিয়েছে শোলার তৈরি মূর্তি। এবার বিদেশে যাচ্ছে ফাইবারের তৈরি বাগদেবীর মূর্তি। মূর্তিটি তৈরি করেছেন গৌরব পাল। গৌরব পাল এর আগেও ফাইবার দিযে সরস্বতী তৈরি করেছিলেন। তৈরি হওয়া মূর্তির কোনওটা গিয়েছিল লন্ডন, কোনও মূর্তি গিয়েছেল আমেরিকায়। মাস কয়েক আগে গৌরব পালের হাতে তৈরি দুর্গামূর্তি পাড়ি দিয়েছিল লন্ডনে।
গৌরব পাল সাঁতরাগাছির বাসিন্দা। শিল্পী বলেন, গত দূর্গাপুজোয় তিনি একটি দশভূজা তৈরি করেছিলেন। প্রতিমার উচ্চতা সাড়ে ১০ ফুট। চওড়ায় ১২ ফুট। মূর্তি তৈরির অর্ডার এসেছিল লন্ডন থেকে। যারা অর্ডার দিয়েছিলেন, মূর্তি হাতে পেয়ে তারা রীতিমতো উচ্ছ্বসিত। বিদেশ থেকে প্রতিমা তৈরির অর্ডার পেলে যে কোনও শিল্পী খুশি হন। কিন্তু চিন্তা মূর্তিটিকে অক্ষত অবস্থায় গন্তব্যে পৌঁছে দেওয়া।
শিল্পীকে ফাইবারের তৈরি সরস্বতী মূর্তি তৈরি অর্ডার দেওয়া হয়েছিল এক মাস আগে। অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করলে মূর্তি তৈরির কাজ শেষ হয় ২০ থেকে ২২ দিনের মধ্যে। মূর্তির নিজস্ব ওজন রয়েছে। প্যাকিং করার পর প্যাকেটের ওজন অনেকটাই বে়ড়ে যায়।
অস্ট্রেলিয়ার যে পরিবার ফাইবারের তৈরি সরস্বতী তৈরির অর্ডার দিয়েছিলেন, তারা আগে কলকাতায় থাকতেন। প্রতিমা নিতে তারা কলকাতায় আসবেন। রাজ্যে তৈরি দূর্গা প্রতিমা অনেক বছর ধরেই বিদেশে যাচ্ছে। সেই তালিকায় যুক্ত হল সরস্বতী প্রতিমা।