এই মুহূর্তে

চতুর্থ ঢেউয়ের মুখে বাংলা, বন্ধ হতে পারে স্কুল

নিজস্ব প্রতিনিধি: অভিভাবকদের জন্য খারাপ খবর। পড়ুয়াদের জন্যও খারাপ খবর। স্কুল শিক্ষা দফতর(School Education Department) সূত্রে জানা গিয়েছে, রাজ্যে কোভিডের(Covid) প্রকোপ আবার মাথাচাড়া দেওয়ায় জুলাই মাসেই ফের স্কুলের(School) দরজা বন্ধ হতে চলেছে রাজ্যজুড়ে(Bengal)। রাজ্যে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা না বাড়লেও কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলায় ফের মাথাচাড়া দিয়েছে কোভিডের সংক্রমণ(Daily Covid Case)। বৃহস্পপিতবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতর যে রিপোর্ট পেশ করেছে তাতে দেখা যাচ্ছে, রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা প্রায় ৩ হাজার ছুঁই ছুঁই করছে। চিকিৎসক থেকে বিশেষজ্ঞদের দাবি, চলতি মাসেই এই সংক্রমণ ৫ হাজারের ঘর ছাড়িয়ে যাবে। সেক্ষেত্রে স্কুল পড়ুয়াদের(Students) নিয়ে চিন্তা বাড়বে। কোভিডের কারণেই রাজ্যে কার্যত আড়াই বছর রাজ্যের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এবার আবার যখন কোভিড বাড়ছে তখন রাজ্য স্কুল শিক্ষা দফতর আবারও স্কুল খোলা রাখা নিয়ে চলতি মাসেই বড় কোনও সিদ্ধান্ত নিতে পারে বলেই জানা গিয়েছে। তবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

রাজ্যের স্বাস্থ্য দফতর নিত্যদিন যে কোচিড রিপোর্ট পেশ করে তাতে দেখা যাচ্ছে বাংলায় এখন কোভিড সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১৮.৭৪ শতাংশ। সেই রিপোর্ট যতটা না উদ্বেগের তার থেকেও বড় উদ্বেগ হল রাজ্যজুড়ে নানা স্কুলেই দেখা যাচ্ছে শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়ারা কোভিডে আক্রান্ত হচ্ছেন। আর তা থেকেই পড়ুয়াদের বিপদ নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ছে অভিভাবক থেকে স্কুল পরিচালন কর্তৃপক্ষের মায় রাজ্যের স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদেরও। আর সেই কারণেই স্কুল শিক্ষা দফতরের আধিকারিকেরা চিন্তাভাবনা করছেন স্কুলের দরজা পুরোপুরি বন্ধ না করে ধাপে ধাপে তা চালিয়ে নিয়ে যাওয়ার। অর্থাৎ স্কুলের পড়ুয়াদের ক্লাসগুলিকে দুই ভাগে ভাগ করা হতে পারে। একটি ভাগ সোম, বুধ, শুক্রবার স্কুলে এসে ক্লাস করবে এবং অপর ভাগটি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এসে ক্লাস করবে। কিন্তু তারপরেও যদি দেখা যায় সংক্রমণ ক্রমশ বাড়ছে তখন বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেক্ষেত্রে ফের বন্ধ হতে পারে স্কুলের দরজা, চালু হতে পারে অনলাইনে পঠনপাঠন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি পাবেন তো অফিস থেকে, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি

সিপিএমের হয়ে প্রচার নয়, কংগ্রেস নেতার নির্দেশ ঘিরে শোরগোল

২৪’র ভোটে বাংলায় স্পেশাল পুলিশ অবজার্ভার বিজেপি ঘনিষ্ঠ অনিল কুমার শর্মা

ইডি-র ওপর হামলার তদন্তে সন্দেশখালির দুই বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

শেষ হয়ে গেল রাজ্য সরকারের অর্থবর্ষ, সমস্যায় বেশ কিছু দফতর

বাড়ি বাড়ি যাবে লক্ষ্মীর ভান্ডারের শুভেচ্ছা বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর