এই মুহূর্তে




সোনারপুরে রেল অবরোধের জেরে ব্যহত দক্ষিণের পরিষেবা, নাজেহাল যাত্রীরা




 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সোনারপুর স্টেশনে অবরোধের জেরে ব্যহত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। এই শাখায় বর্তমানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যার ফলে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। অফিস টাইমে ট্রেন চলাচল ব্যহত হওয়ায় যাত্রীরা অসন্তুষ্ট হয়েছেন। জানা গিয়েছে, ডায়মন্ডহারবার লোকাল একটি ট্রেন তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। সেই কারণে অনেক যাত্রী ওই ট্রেনে উঠতে পারেননি বলে অভিযোগ। এরপরেই ক্ষুব্ধ যাত্রীরা রেল লাইন অবরোধ করেন। সোনারপুর স্টেশনে অবরোধ হওয়ার জেরে বারুইপুর, কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর, নামখানা, ডায়মন্ডহারবার শাখায় রেল চলাচল ব্যাহত হয়ে পড়েছে।

জানা গিয়েছে, সোনারপুর স্টেশন এর জংশন। ডাউন ডায়মন্ডহারবার লোকালটি সোনারপুরে নির্দিষ্ট সময়ে ঢোকে। কিন্তু যতটুকু সময় দাঁড়ানোর তা দাঁড়ায়নি ফলে, বহু যাত্রীরা ওই ট্রেনে উঠতে পারেননি। এরপরেই বাধ্য হয়ে রেল লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে শিয়ালদহের দক্ষিণ শাখা। একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে।

সোনারপুর থেকে বারুইপুর, কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর, নামখানা, ডায়মন্ডহারবার লাইনে ট্রেন ভাগ হয়ে যায়। কিন্তু সোনারপুরেই অবরোধ হওয়ায়, কোনো ট্রেন সোনারপুর থেকে পাস করতে পারছে না। ফলে সব ট্রেন লাইনেই দাঁড়িয়ে পড়েছে। অফিস টাইমে এমনিতেই ভিড় বাড়ে সর্বত্র। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার জেরে বহু যাত্রী আটকে রয়েছেন। নাজেহাল হচ্ছেন অফিস সময়ে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দমদম স্টেশনে একটি ট্রেনের ২টি কামরা লাইনচ্যুত হয়ে পড়ার পড়ে ব্যহত হয়েছিল পরিষেবা। উত্তরের পরে এবার দক্ষিণেও ব্যহত রেল পরিষেবা। তবে এদিন কোনো দুর্ঘটনার জন্য নয়, ট্রেন যথা সময়ে না দাঁড়ানোয় অবরোধ করেছেন যাত্রীরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতায় মেঘলা আকাশ, সকাল থেকেই চলছে বৃষ্টি

বোকারোতে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেলেও ‘মূল মাস্টারমাইন্ড’ পলাতক, খুঁজছে পুলিশ

২১ জুলাইয়ের প্রোমো প্রকাশ করল তৃণমূল, মমতার সঙ্গে রয়েছে অভিষেকেরও ছবি

রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬’টি জেলায় ঝড় বৃষ্টি, মঙ্গল থেকে শুরু দুর্যোগ

অমিত মালব্যকে ভুয়ো খবর ছড়ানোর অপরাধে শোকজ নোটিশ পাঠাল শিশু অধিকার সুরক্ষা কমিশন

বর্ষার শুরুতেই ডেঙ্গুর ছোবলে প্রাণ হারাল সপ্তম শ্রেণির ছাত্রী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ