এই মুহূর্তে




পাগড়ি লক্ষ্য করে চটি ছোঁড়া কাণ্ডে সুকান্তর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মমতাকে চিঠি SGPC-র




নিজস্ব প্রতিনিধি : শিখ পুলিশ অফিসারের পাগড়ি লক্ষ্য করে চপ্পল ছোঁড়ার ঘটনায় কঠোর শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি। শুক্রবার (৪ জুলাই) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তাঁরা দাবি জানিয়েছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাতের জন্য প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

চিঠিতে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির তরফে লেখা হয়েছে, ‘১৯২৫ সালের শিখ গুরুদ্বারা আইনের বিধান অনুসারে যথাযথভাবে গঠিত কর্পোরেট সংস্থা। ভারত এবং সমগ্র বিশ্বে শিখ গুরুদ্বার সাহিবানের ব্যবস্থাপনা এবং শিখ ধর্মের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি দেখাশোনা করে এই সংস্থা। সম্প্রতি তাদের নজরে এসেছে, কলকাতায় প্রাক্তন বিজেপি সভাপতি একজন কর্মরত শিখ পুলিশ অফিসারকে লক্ষ্য করে আক্রমণ করেছেন। শিখ পুলিশ অফিসারের পাগড়িতে জুতা ছুঁড়ে মারার ঘটনা অসম্মানজনক। তাঁর এই কাজ সমগ্র শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। যার ফলে শ্রী গুরু সিং সভা, কালীঘাট, কলকাতার সচিব ইতিমধ্যেই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছেন। বিজেপি নেতার এই কাজ অত্যন্ত লজ্জাজনক। বিশেষ করে একজন জনপ্রতিনিধির দ্বারা এই ধরনের কাজ অত্যন্ত আপত্তিকর, নিন্দনীয়। স্মারকলিপির মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছে যে, দেশের সম্প্রীতির জন্য সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।

উল্লেখ্য, ১১ জুন উত্তপ্ত হয়ে উঠেছিল মহেশতলা। পরের দিনই মহেশতলা রওনা দিয়েছিলেন সুকান্ত। রাস্তাতেই তাঁকে আটকে দেয় পুলিশ। এরপর কালীঘাটে যেতে চান সুকান্ত মজুমদার। তৎক্ষণাৎ তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে প্রিজন ভ্যানে তোলার সময় হাওয়াই চটির কাটআউট ছুড়লে সেটা গিয়ে লাগে এক শিখ পুলিশকর্মীর পাগড়িতে। সুকান্তর বিরুদ্ধে এফআইআর  দায়ের করেছে বিভিন্ন জেলার গুরুদ্বার কমিটি। এতকিছুর পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পরে ক্ষমা চাইলেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২১ জুলাই পর্যন্ত উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে হবে হালকা থেকে মাঝারি

দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত ট্যাক্সিতে ভয়ংকর আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা

কাঁকুড়গাছির বিজেপি কর্মী খুনের মামলায় প্রাক্তন ওসি-সহ চার জনের জেল হেফাজত

‘ইন্ডিয়া’র বৈঠকে শনিবার কলকাতা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন অভিষেক

বাংলায় এসে মিথ্যাচার করছে প্রধানমন্ত্রী মোদি, কটাক্ষ তৃণমূলের

২১ জুলাইয়ের সভা ঘিরে একাধিক শর্ত হাইকোর্টের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ