এই মুহূর্তে

২৫এ ভোকাট্টা মমতার সরকার, ষড়যন্ত্র নিজেই ফাঁস করলেন শাহ

নিজস্ব প্রতিনিধি: আত্মবিশ্বাস ভাল। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস নৈব নৈব চ। কেননা তা অধিকাংশ ক্ষেত্রেই তীরে এসে তরী ডুবিয়ে দেয়। এই আপ্তবাক্য বাঙালি মাত্রই জানেন। জানেন না গুজরাত(Gujrat) থেকে উড়ে আসা পরিযায়ী নেতা যিনি আবার দেশের স্বরাষ্ট্র মন্ত্রী(Central Home Minister)। তাই প্রকাশ্য সভায় নিজে মুখে নিজেই জানিয়ে দিলেন বাংলার(Bengal) সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছেন তিনি নিজেই। আর সেটাও দিল্লিতে বসে থেকে। সেই জন্যই বাংলার বকেয়া সব টাকা আটকে দেওয়া, ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা আটকে রাখা, আবাস যোজনার টাকা আটকে রাখার মতো পদক্ষেপ। এইসবই যে সেই বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ কার্যত সেটাও বুঝিয়ে দিলেন গুজরাতের সেই পরিযায়ী নেতা। নজরে অমিত শাহ(Amit Shah) ও তার দাঁবি যা তিনি এদিন বীরভূমের(Birbhum) সদর শহর সিউড়ির(Suri) বুকে দাঁড়িয়ে থেকে করেছেন। বলেছেন, ‘আগামী লোকসভা ভোটে আমাদের ৩৫টা সিট দিন, কথা দিচ্ছি ২৫ সালের মধ্যে মমতা সরকারের(Mamata Banerjees Government) ভো-কাট্টা হয়ে যাবে।’ আর এই শাহি বার্তা নিয়েই বেঁধেছে জোর বিতর্ক।

আরও পড়ুন ৩৫’র লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন শাহ, মাথায় হাত গেরুয়ার

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, ‘এ তো ঝুলি থেকে বেড়াল বার হয়ে গেল। নিজের মুখেই অমিত শাহ জানিয়ে দিলেন বাংলার সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে আর সেটা দিল্লিতে বসেই। উনি বলছেন ২৪’র ভোটে ৩৫টা আসন দিতে। একটা আসনও পাবে কিনা সন্দেহ, সেখানে ৩৫টা আসনের দাবি। তর্কের খাতিরে যদি ধরে নেওয়াই যায় ২৪’র ভোটে ৩৫টা আসন বিজেপি পেয়ে গেল। কিন্তু তারপর তো বাংলার বিধানসভার ভোট রয়েছে ২০২৬ সালে। উনি কী করে বলছেন তাহলে ২০২৫-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে। মানুষের রায়ের মধ্যে দিয়ে ভোটের মাধ্যমে যদি সরকার না পড়ে তাহলে তো বলতেই হচ্ছে বাংলার বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র চলছে। ২০২৬’র ভোটের আগেই রাজ্যের সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছেন উনি। এটা তো ভয়ঙ্কর ঘটনা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের নিরাপত্তার কথা ভুলে দেশের একটি রাজ্যের সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছেন!’

আরও পড়ুন ৫০ হাজার বহু দূর, শাহি সভায় ফাঁকা একের পর এক চেয়ার

স্নদেহ নেই শাহের বক্তব্যে রাতারাতি বেশ ব্যাকফুটে চলে গিয়েছে বঙ্গ বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন বার বার ২০২২’র শেষ দিকে কিঙ্গাব ২০২৩ এর শুরুর দিকে বাংলার সরকার নাকি পড়ে যাবে। যত সময় তিনি বেঁধে দিয়েছিলেন তার সব কিছু পার হয়ে গিয়েছে। বাংলায় বহাল তবিয়তে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিন তো শাহ সেই সরকার ফেলার সময় আরও পিছিয়ে দিলেন। যার অর্থ সরকার ফেলার ষড়যন্ত্র চলছে ঠিকই। কিন্তু তাতে কবে সাফল্যের স্বাদ মিলবে তা তাঁরা কেউই জানেন না। তার আগে পর্যন্ত তাঁরা বাংলাজুড়ে শুধু বাতেলা মেরে বেড়াবেন। কখনও শুভেন্দু বাতেলা মারবেন, তো কখনও তাঁর গুরু শাহ বাতেলা মারবেন। আর সেই বাতেলা শুনে খুব হাততালি দেবেন পদ্মের সমর্থকেরা। বছরের পর বছর ধরে এই বাতেলা রাজ চলবে আর বিজেপির সমর্থকেরা শুধু হাততালি দিয়েই যাবেন। এর বেশি আর কিছুই হবে না। তবে এদিন শাহি সভায় যেভাবে চেয়ার ফাঁকা পড়ে থাকতে দেখা গিয়েছে তাতে পাল্টা প্রশ্ন উঠেছে, হাততালি দেওয়ার মতো লোকও জুটবে তো বাংলার বুকে আগামী দিনে!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

পাহাড়পুরে বাড়ি ভাঙার কাজ স্থগিত ,আদালতে গেলেন বাড়ির মালিক

কপালে স্টিকিং প্লাস্টার নিয়ে ইফতারে হাজির মমতা

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি পাবেন তো অফিস থেকে, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি

সিপিএমের হয়ে প্রচার নয়, কংগ্রেস নেতার নির্দেশ ঘিরে শোরগোল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর