এই মুহূর্তে




ডাক্তারি রেজিস্ট্রেশন ফিরে পেতে হাইকোর্টে শান্তনু সেন




নিজস্ব প্রতিনিধি : লাইসেন্স ফিরে পেতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন। ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার হাইকোর্টে আবেদন জানিয়েছেন তিনি। আগামী সোমবার তাঁর আবেদনের শুনানি হবে বলে জানা গিয়েছে। তাঁর রেজিস্ট্রেশন বাতিল হওয়ায় পরে শান্তনু সেন জানিয়েছিলেন, তাঁর ডিগ্রি বৈধ। এই বিষয়টি নিয়ে রেজিস্ট্রেশনের জন্য আবেদনও করেছিলেন। আরটিআই-ও করেছিলেন। কিন্তু কোনই উত্তর পাননি।  ফলে এই মামলায় কি আদৌ লাইসেন্স ফিরে পাবেন কিনা তার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে।

শান্তনু সেনকে দু বছরের জন্য সাসপেন্ড করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলকে চিঠি দিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। ফেলোশিপকে বিদেশি ডিগ্রি হিসেবে দেখিয়ে বিভ্রান্ত করার কাজ করেছেন বলে অভিযোগ। এই ২ বছর তিনি কোনও রকম প্র্যাকটিস করতে পারবেন না। বৃহস্পতিবার তাঁকে ডেকেছিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। সেখানেই দোষী সাব্যস্ত হয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ। এরপরেই জানানো হয়, আপাতত ২ বছরের জন্য সাসপেন্ড তাঁর রেজিস্ট্রেশন। সেই কারণে  চিকিৎসক হিসেবে ২ বছর প্র্যাকটিস করতে পারবেন না তিনি।

লেটারহেডে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের স্বীকৃতিহীন ডিগ্রির উল্লেখ করে বিতর্কে জড়িয়েছিলেন শান্তনু। এই ঘটনার পরেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল রাজ্যেরই মেডিক্যাল কাউন্সিল। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তৃণমূলের রাজ্যসভা সাংসদ ছিলেন শান্তনু সেন। আর জি কর কাণ্ডের পর গণ আন্দোলনের চেহারা তৈরি হয়েছিল,  সেই সময় তৃণমূলের যাঁরা মুখ খুলেছিলেন, তাঁদের মধ্যে শান্তনু সেন একজন।  এরপরেই সাসপেন্ড করা হয় তাঁকে।  ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের একসময়কার প্রেসিডেন্ট ছিল শান্তনু সেন। তিনিই এখন ২ বছর চিকিৎসক হিসেবে কাজ করতে পারবেন না। এই ডিগ্রি নিয়ে শান্তনু সেন জানান, এফআরসিপি ডিগ্রি সাম্মানিক এটি ব্যবহার  রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করা যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২১ জুলাইয়ে কী চলবে অতিরিক্ত ট্রেন ও মেট্রো? অফিস যাওয়ার আগে জেনে নিন

শহিদ সমাবেশের দিনে অফিসের চিন্তা! কোন পথ এড়িয়ে যাবেন জানুন

তৃণমূলের মেগা কর্মসূচি! ত্রিস্তরীয় শহিদমঞ্চের প্রস্তুতি শেষ লগ্নে

লক্ষ্য ২১ জুলাই! ৫৫কিমি সাইকেল চেপে ধর্মতলায় ২ ভাই

জালিয়াতি রুখতে দেশের মধ্যে বাংলায় জমি-বাড়ি রেজিস্ট্রেশনে চালু হচ্ছে ফেস রেকগনিশন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টি, কবে থেকে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ