এই মুহূর্তে




আলিপুর আদালত থেকে জেলে যাওয়ার পথে সন্দীপ ঘোষকে জুতো ছুঁড়লো উত্তেজিত জনতা




নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার আদালত থেকে ধৃত সন্দীপ ঘোষকে প্রিজন ভ্যানে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার সময় জনসাধারণ প্রিজন ভ্যানে জুতো ছুড়ে মারে । তুমুল বিক্ষোভ হয় আলিপুর আদালত চত্বরে। যা সামলাতেই রীতিমতো হিমশিম খেতে হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও কলকাতা পুলিশকে।আইনজীবীরা আদালত চত্বরে উপস্থিত হয়ে স্লোগান তোলে সন্দীপ ঘোষের(Sandeep Ghosh) ফাঁসি চাই। আমজনতা স্লোগান তোলে উই ওয়ান্ট জাস্টিস। বিচার চাই স্লোগানে মুখর হয় আলিপুর আদালতের বাইরের চত্বর। কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশের কড়া নিরাপত্তায় চার ধৃতকেই আলিপুর প্রেসিডেন্সি সংশোধনাগারে আদালত থেকে নিয়ে যাওয়া হয়।

এদিন সন্দীপ ঘোষকে দেখামাত্র সেখানে জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। এদিকে,সন্দীপ ঘোষ সহ ৪ জনকে ১৩ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত। আরজি কর কাণ্ডে দুর্নীতির অপরাধে ধৃত প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সহ ৪ জনকে নিজেদের হেফাজতে চাইল না সিবিআই। তাদেরকে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আলিপুর আদালত। এদিন সন্দীপ ঘোষকে আলিপুর আদালতে সিবিআই গাড়ি থেকে নামিয়ে এজলাসে নিয়ে যাওয়ার সময় ফের চোর চোর শ্লোগান ওঠে। সন্দীপ ঘোষকে ঘিরে ছিল করা পুলিশি প্রহরা। রীতিমতো নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছিল গোটা আলিপুর আদালত চত্বর। এর আগে সন্দীপ ঘোষকে গত কৌশিকী অমাবস্যার দিন গ্রেফতার করেছিল সিবিআই আর্থিক দুর্নীতির অপরাধে।

আদালতের নির্দেশে এতদিন সন্দীপ ঘোষ ছিল সিবিআই এর হেফাজতে। এরপর মঙ্গলবার সন্দীপ ঘোষ সহ ধৃত ৪ জনকে আদালতে পেশ করা হলে বিচারপতি তাদের আগামী ১৩ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। গত ৮ দিন ধরে সিবিআই হেফাজতে থাকাকালীন তাকে একাধিকবার আর্থিক দুর্নীতির ঘটনায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। গত সপ্তাহে যখন আদালতে সন্দীপ ঘোষ কে পেশ করা হয়েছিল সেই সময় চোর চোর স্লোগান উঠেছিল। এক ব্যক্তি ভিড়ের মধ্যে সন্দীপ ঘোষ কে থাপ্পড় মেরেছিলেন। সেই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য মঙ্গলবার আলিপুর আদালত চত্বর ঘিরে ছিল কড়া পুলিশই প্রহরা। কিন্তু ‘চোর চোর’ স্লোগান মঙ্গলবার সন্দীপ ঘোষকে শুনতে হয় আদালতে প্রবেশ করার সময়।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ,যত সময় এগোচ্ছে সন্দীপ ঘোষের একাধিক সম্পত্তির খোঁজ পাচ্ছে সিবিআই ও ইডি। ইতিমধ্যে ইডি আধিকারিকরা সন্দীপ ঘোষের বাড়িতে যান তল্লাশির জন্য। সন্দীপ ঘোষের এয়ারপোর্টের(Airport) শ্যালিকার ফ্ল্যাটে হানা দেয় সিবিআই(CBI) টিম। বহরমপুর থেকে নিউটাউন, জীবনতলা থেকে একাধিক জায়গায় সন্দীপ ঘোষের সম্পত্তির সন্ধান পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। শুধু তাই নয়, বারুইপুরে নমিতা ক্লিনিকে তার প্রাইভেট প্র্যাকটিসের সন্ধান মিলেছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনদুপুরেই ডাকাতি অ্যাপ-ক্যাব সংস্থাগুলির, মাত্র ৬.৫ কিমি দূরের গন্তব্যের ভাড়া ৪৩৬ টাকা!

মণ্ডপের ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ জানানো যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এবার রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়কের বাড়িতে তল্লাশি ইডির

মুখ্যমন্ত্রীকে হুমকি IMA’র রাজ্য শাখার, ক্ষুব্ধ জনতা

অনিকেত মাহাতোর চিকিৎসার জন্য ৫ সদস্যের বোর্ড গঠন

ত্রিধারার মণ্ডপে ‘বিচার চাই’ শ্লোগান দেওয়া ৯ জনকে পুলিশ হেফাজতে পাঠাল আলিপুর আদালত

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর