এই মুহূর্তে




মুর্শিদাবাদে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: ডিজিপি রাজীব কুমার




নিজস্ব প্রতিনিধি: রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার রবিবার সকালে জানান, মুর্শিদাবাদে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে কোনও অশান্তির ঘটনা ঘটেনি। রবিবার একাধিক জায়গায় রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ টিম রুট মার্চ করেছে। অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে সামশেরগঞ্জ ও সুতি থানা মিলিয়ে প্রায় ১৮০ জনকে।

বিগত কিছুদিন ধরেই অশান্তি ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ এলাকায়। ঘটেছে একাধিক মৃত্যুর ঘটনা। পরিস্থিতি প্রায় হাতের বাইরে চলে যাওয়ায় হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে জেলার বিস্তীর্ণ অংশে। সংঘর্ষে শনিবার রাতে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছে বলেই জানা গিয়েছে। সামশের নাদাব নামে ওই যুবককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাতে দু’টি গোষ্ঠীর লোকজনকে নিয়ে শান্তি কমিটির বৈঠক হয় ধুলিয়ানে। শনিবার রাতেই জঙ্গিপুরে এসে উপস্থিত হন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। মুর্শিদাবাদে পৌঁছে কিছু এলাকা ঘুরে দেখেন এবং পরে পুলিশ আধিকারিকদের নিয়ে তিনি দফায় দফায় বৈঠক করেন।

শনিবার সাংবাদিক সম্মেলন করে রাজ্য পুলিশের প্রধান বলেছিলেন, “কেউ কোনও গুজব ছড়াবেন না। মানুষের জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব। পুলিশ যা করার করবে। কেউ আইন হাতে তুলে নেবেন না। পুলিশ অশান্তি থামাতে সঠিক পদক্ষেপ নেবে। বাস্তব বুঝতে হবে। কোনও হিংসা বরদাস্ত করা হবে না। আমরা মানুষের সহযোগিতা চাই। যা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে। আমরা ট্রিগার হ্যাপি পুলিশ নই।”

অবশেষে রবিবার রাজীব কুমার মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে রবিবার জানালেন সেখানে পরিস্থিতি এখন শান্ত। সমস্ত অশান্তিতে লাগাম টানা গিয়েছে। নতুন করে আর কোথাও কোনও অশান্তির সৃষ্টি হয়নি। প্রসঙ্গত,   সামশেরগঞ্জ এবং সুতি মিলিয়ে মোট ন’টি স্পর্শকাতর জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বাহিনীর সঙ্গে রয়েছে স্থানীয় পুলিশও।

জঙ্গিপুরের সাংসদ খলিলুল আহমেদ দাবি করেছেন, অশান্তি পাকানোর জন্য বাইরে থেকে লোক চোকানো হয়েছিল। তাঁর কথায়, “আমি সকলকে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করেছি। আমরা কয়েকজন বিধায়ক এবং স্থানীয় ব্যক্তিদের নিয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে একটি রুট মার্চ করেছি। পুলিশ এখানে সক্রিয় রয়েছে। কেন্দ্রীয় বাহিনী সহযোগিতা করছে।”

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাঁকুড়া এবং মুর্শিদাবাদে পরপর বজ্রপাতে ২ যুবক সহ তিনজনের মৃত্যু

ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী মন্দিরে মা রক্ষাকালীর তিন কেজি ওজনের রুপার মুখাবয়ব স্থাপন

হাওড়া কর্পোরেশন সহ রাজ্যের দুটি আটকে থাকা বিলে অনুমোদন রাজ্যপালের

দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় বিজেপি নেতাদের বেনজির আক্রমণের মুখে দিলীপ

হরিশ্চন্দ্রপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার না পেয়ে থালা,বাটি হাতে বিক্ষোভ মহিলা ও শিশুদের

‘ভগবান সুবুদ্ধি দিক’, জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে নাম না করে, শুভেন্দুকে খোঁচা দিলীপের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর