এই মুহূর্তে

বুথে বুথে শুরু দুয়ারে সরকার, থাকছে Complain Box

নিজস্ব প্রতিনিধি: এপ্রিল মাসের প্রথম দিন থেকেই বাংলার(Bengal) প্রতিটি বুথে(Booth) বুথে শুরু হয়ে গেল ষষ্ঠ দুয়ারে সরকার(Duyare Sarkar) কর্মসূচী। এই প্রথম বুথ ভিত্তিক শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে মোট ৩৪ রকমের সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এবারের প্রথম দুয়ারে সরকার শিবির থেকেই মেধাশ্রী(Medhasree), ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বাংলা কৃষি সেচ যোজনা(Bangla Krishi Sech Yojna) ও বিধবা ভাতার জন্য সরাসরি আবেদন করা যাবে। একই সঙ্গে প্রতিটি শিবিরেই থাকছে Complain Box। দুয়ারে সরকার কর্মসূচী কিংবা কোনও সরকারি পরিষেবা নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে তা চিঠির আকারে লিখে ওই Complain Box-এ ফেলে দিতে হবে। জমা পড়া অভিযোগপত্রগুলি খতিয়ে দেখবে সরাসরি নবান্ন(Nabanna)। জেলা থেকে অভিযোগপত্রগুলি রাজ্য পর্যায়ে পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুন মমতার বাংলাই সব থেকে নিরাপদ, ফ্ল্যাট বিক্রি তুঙ্গে কলকাতায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বাংলার মানুষকে সরকারি পরিষেবা পৌঁছে দিতে কোভিডকাল থেকেই দুয়ারে সরকার কর্মসূচী চালু করেন। এখনও পর্যন্ত বাংলায় ৫টি দুয়ারে সরকার কর্মসূচী আয়োজিত হয়েছে যেখানে বাংলার মোট ৬.৭৭ কোটি মানুষ উপকৃত হয়েছেন ৩.৭১ লক্ষ শিবিরের মাধ্যমে। এবারের দুয়ারে সরকার চলবে ২০ দিন ধরে। তার মধ্যে এদিন অর্থাৎ ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পরিষেবা প্রদান করা হবে। রাজ্যজুড়ে বুথে বুথে প্রায় ১ লক্ষ শিবির আয়োজিত হবে এবার। পরিষেবা নিতে এসে সাধারণ মানুষকে যাতে সমস্যার মুখে পড়তে না হয় তার জন্য বেশ কিছু পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন। নাগরিক পরিষেবা নিশ্চিত করতে এবার প্রতিটি ক্যাম্পে Complain Box বসানো হচ্ছে। যেখানে মানুষ সরাসরি যে কোনও ধরনের অভিযোগ জানাতে পারবেন। এর পাশাপাশি প্রত্যন্ত এলাকার জন্য চালু থাকবে মোবাইল ক্যাম্প।

আরও পড়ুন ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে হবে মিউটেশন ক্যাম্প: ফিরহাদ

এবারের কর্মসূচী কার্যত রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ভোটের আগে শেষ দফার দুয়ারে সরকার। তাই সেই কর্মসূচীতে যাতে কোনও অসুবিধা না হয়, সাধারন মানুষ যাতে খালি হাতে ফিরে না যান তার জন্য বিশেষ ভাবে নজর রাখা হয়েছে। রাজ্যের প্রতিটি ব্লকে কন্ট্রোল রুম ও হেল্প নম্বর চালু করা হয়েছে। প্রত্যন্ত এলাকার জন্য চালু করা হচ্ছে মোবাইল ক্যাম্পও। প্রতিটি ক্যাম্পেই থাকবে কাগজপত্র জেরক্স করার ব্যবস্থাও। একই সঙ্গে এবারই প্রথম দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের কাছে মোবাইলের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ঠে এবং লিখিত বার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সরকারের কাছে প্রায় ৬ কোটি রাজ্যবাসীর মোবাইল নম্বর আছে। ওই নম্বরগুলিতে দুয়ারে সরকারের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর আহ্বান পৌঁছে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন বঙ্গে চালু West Bengal Land Reforms Service, মান্যতা রাজ্যের

এবারে দুয়ারে সরকার শিবিরে কোনও পরিষেবা পাওয়ার আবেদন জমা পড়ার সঙ্গে সঙ্গে সেটি দেওয়ার জন্য প্রয়োজনীয় কাজ সরকারি কর্মীরা শুরু করে দেবেন। মোট যে ১ লক্ষ শিবির এই সময় চালানো হবে, তার ৭০ শতাংশ স্থায়ী জায়গায় হবে। বাকিগুলি ভ্রাম্যমান শিবির। মোট যে ৩৩ ধরনের পরিষেবা এবার দুয়ারে সরকারের কর্মসূচিতে দেওয়া হচ্ছে, তার মধ্যে চারটি এবারই প্রথম এখানে যুক্ত করা হয়েছে। এগুলি হল, বিধবা পেনশন, মেধাশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ও বাংলা কৃষি সেচ যোজনার আওতায় মাইক্রো ইরিগেশন। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পটি এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে। এতে প্রতি বছর ২ লক্ষ যুবক-যুবতীকে স্বনির্ভর প্রকল্পের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। আবেদনকারীকে নিজস্ব কোনও টাকা বিনিয়োগ করতে হবে না। দুয়ারে সরকার কর্মসূচির উপর নজরদারির জন্য কলকাতা সহ বিভিন্ন জেলায় ৪৪ জন আইএএস অফিসারকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত মুখ্যসচিব পর্যায়ের আধিকারিকদেরও এতে যুক্ত করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেতলার ছাতু ব্যবসায়ীর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করল আয়কর দফতর

বরাহনগরের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা

সোমবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে

কলকাতায় নতুন ছবির শুটিংয়ে এলেন কাজল ও রণিত রায়, যাবেন বোলপুরেও

স্বপনে জেরবার বিজেপি, বারাসত হয়ে যাচ্ছে আসানসোল

রাজ্যের চাহিদা অনুযায়ীই কেরোসিন বরাদ্দ করবে কেন্দ্র, নির্দেশ হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর