এই মুহূর্তে




শীতের শুরুতেই সাদা চাদরে মুড়ল সান্দাকফু,কুয়াশার চাদরে ঢেকেছে দার্জিলিং




নিজস্ব প্রতিনিধি,সান্দাকফু: শীতের শুরুতেই সাদা চাদরে মুড়ল সান্দাকফু। শুক্রবার সকাল থেকে দ্বিতীয় দফায় শুরু তুষারপাত।সকাল থেকেই কুয়াশায় মোড়া আকাশ। বেলা বাড়লেও আবহাওয়ার উন্নতি হয়নি। বরং তুষারপাত বেড়ছে। শনিবারও একই আবহাওয়া বজায় থাকে। এটাই মরশুমের প্রথম তুষারপাত(Snow Fall), দাবি সেখানকার বাসিন্দাদের। রাজ্যজুড়েই শীতের আমেজ। বইছে উত্তরে হাওয়া। বঙ্গের পশ্চিমের প্রায় সব জেলাতেই ১৫ ডিগ্রির নিচে নেমে গিয়েছে পারদ।উত্তরের জেলাগুলিতেও হু হু করে নামছে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশার(Fog) চাদরে ঢেকে থাকছে দার্জিলিং।স্বাভাবিকভাবেই পর্যটনের মরশুমে তুষারপাতে খুশি হোটেল ব্যবসায়ীরা।

সান্দাকফুতে(Sandakphu) বাড়বে পর্যটকের সংখ্যা, এমনটাই আশা করছেন হোটেল ব্যবসায়ীরা। এদিকে,এর আগেও একাধিকবার লক্ষ্য করা গিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নয়া ওয়াদার সিস্টেমের কারণে বাংলায় শীতের আগমনে বিলম্ব ঘটেছে। যদিও বর্তমানে রাজ্যজুড়ে বিরাজ করছে শীত(Winter)। এই আবহে ফের দক্ষিণ বঙ্গোপসাগরে শনিবার দিন নয়া নিম্নচাপ তৈরি হচ্ছে। এর প্রভাব বাংলায় কতখানি পড়বে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। এই নিম্নচাপের জেরে বাংলার শীতকালীন পরিস্থিতি বিঘ্নিত হবে না তো? সেই প্রশ্নও রয়েছে অনেকের মনে। ওই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। বঙ্গোপসাগরের পরিস্থিতির দিকে নজর রেখেছে আবহাওয়া দফতর।

ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাভাসে জানানো হয়েছে, এই নিম্নচাপের প্রভাব কোনোভাবেই বাংলার উপর পড়বে না । ফলে রাজ্যজুড়ে শীতকালীন পরিস্থিতির কোনও হেরফের হচ্ছে না। আগামী কয়েক দিন তাপমাত্রা একই থাকবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা এবং দক্ষিণবঙ্গে মাঝারি কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। কুয়াশার কারণে পার্বত্য জেলাগুলিতে ভোরের দিকে কাঞ্চনজঙ্ঘার দেখা নাও মিলতে পারে। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ অনেকখানি পরিষ্কার হয়ে যাবে।এদিন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পর তার অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূলের দিকে। এর ফলে তামিলনাড়ুতে(Tamilnadu) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।শনিবার কলকাতার(Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ০.৫ ডিগ্রি বেশি। শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। আগামী কয়েকদিন ১৮-১৯ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, পশ্চিমের জেলা পুরুলিয়াতে অবশ্য সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে। ফলে এখনই শীত বিঘ্নিত হওয়ার কোনও সম্ভাবনা নেই। সপ্তাহান্তে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বারাসতে গ্রেফতার বজরং দলের ৩ সদস্য

আপনার আমার ডাল খেয়েছে বলে, জ্যোতিপ্রিয়কে জেলের ভাত খেতে হচ্ছে : দিলীপ ঘোষ

বাংলাদেশে আলু পাচার রুখতে রাতভর সীমান্তে পাহারা দেবেন মন্ত্রী বেচারাম মান্না

লেপ-কম্বল তৈরি রাখুন, সপ্তাহান্তে ১৫ ডিগ্রিতে নামবে পারদ

ডোমের ছেলে বলে স্কুলে যাবে না?এ কোন সমাজে থাকছি আমরা?

বাংলাদেশি রোগীদের বাড়তি ছাড়ের ঘোষণা করে বিতর্কে বেহালার হাসপাতাল

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর