বাংলাকে কাশ্মীর বানাতে চায় বিজেপি, ফাঁস করলেন দিলীপ! পাল্টা দিল তৃণমূল
Share Link:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রাজ্য বিজেপির নেতাদের মুখ দিয়ে বিষ আরও বেশি বেশি করে বার হচ্ছে। আর এই বিষয়ে বিজেপির অন্দরেই যেন একটা অঘোষিত প্রতিযোগীতা শুরু হয়েছে কে কত কুবাক্য, কুমন্তব্য করতে পারে। দিলীপ ঘোষ থেকে সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পাল থেকে সৌমিত্র খাঁ সবাই যেন নেমে পড়েছেন সেই প্রতিযোগীতায়। বুধবার সকালে বীরভূমের সিউড়িতে এক চা-চক্রে যোগ দিয়ে সেই দিলীপ ঘোষই ফাঁস করে দিলেন বাংলাকে কাশ্মীর বানিয়ে তোলার গেরুয়া ষড়যন্ত্র। আর সেই পরিকল্পনার আঁচ মিলতেই দিলীপকে পাল্টা আক্রমণ শানলেন তৃণমূলের সাংসদ সৌগত রায় ও দলের মুখপাত্র কুণাল ঘোষ।
এদিন সিউড়িতে চা-চক্রে যোগ দিয়ে দিলীপ দাবি করেন, ‘পশ্চিমবঙ্গের সবচেয়ে উপদ্রুত জেলা হচ্ছে বীরভূম। পার্টি অফিসে ঝুড়ি ঝুড়ি বোমা পাওয়া যাচ্ছে। পার্টির নেতার বাথরুমের মধ্যে বস্তায় বোমা পাওয়া যায় এখানে। একটাই কারখানা চলে, বোমার কারখানা। সারা জেলায় বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। সব জঙ্গি ধরা পড়ছে পশ্চিমবঙ্গে। কাশ্মীরেও এত জঙ্গি ধরা পড়ে না। পশ্চিমবঙ্গে এসে সব আশ্রয় নিচ্ছে। মুর্শিদাবাদে ২–৩ বার জঙ্গি ধরা পড়ল। সারা রাজ্যে জাল বিস্তার করেছে এই জঙ্গিরা। বীরভূমেও বোমা বিস্ফোরণ হয়েছে। এখানেও জঙ্গি ধরা পড়েছে। পশ্চিমবঙ্গ হয়ে গিয়েছে দ্বিতীয় কাশ্মীর।’ দিলীপের এই বিতর্কিত মন্তব্যকেই একহাত নিয়ে সৌগত রায় জানান, ‘এই পাগলের মতো মন্তব্যের আমি আর কী জবাব দেব! দিলীপ ঘোষের যদি পছন্দ না হয়, যদি পশ্চিমবঙ্গ দ্বিতীয় কাশ্মীর হয়ে গিয়ে থাকে, তবে তিনি চলে যান কাশ্মীরে। এখানে থাকার দরকার নেই। দিলীপ ঘোষের কথার সঙ্গে কঙ্গনার কথার হুবহু মিল দেখছি। কঙ্গনা বলেছিল, মুম্বই পিওকে–র মতো হয়ে গিয়েছে। মানে পাক অকিউপায়েড কাশ্মীর হয়ে গিয়েছে। তাঁকে তখন সবাই বলেছিল মুম্বই ছেড়ে চলে যেতে। আমিও দিলীপ ঘোষকে বলতে চাই, আপনি বাংলা ছেড়ে যেখানে ইচ্ছে চলে যান। যেখানে বিজেপি আছে চলে যান সেখানে। আসলে বিজেপি একটা গল্প ফাঁদার চেষ্টা করছে। গল্পটা হল যে পশ্চিমবঙ্গ সন্ত্রাস কবলিত আর এই রাজ্যকে বাঁচাতে পারে একমাত্র বিজেপি। এই ফন্দির বিরুদ্ধে আমরা সোচ্চার। আর দিলীপ ঘোষের বক্তব্যকে আমরা বাতিল করছি।’
এই বিষয়ে এদিন দিলীপ ঘোষকে একহাত নিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। তিনি জানান, ‘এটা একটা অত্যন্ত আপত্তিকর মন্তব্য। আমার মনে হয়, এটা রাজনৈতিক চাপ থেকে দিলীপ ঘোষকে করতে হচ্ছে। কে কত খারাপ কথা বলবে, এই নিয়ে প্রতিযোগিতা চলছে বিজেপির নেতাদের মধ্যে। আইনশৃঙ্খলার নিরিখে যদি এই কথা বলে থাকেন তবে তা অত্যন্ত আপত্তিকর। আদি এবং তৎকাল বিজেপি নেতাদের ঝামেলা ঠেকাতে একঝাঁক পরিযায়ী বিজেপিকে বাংলায় আমদানী করতে হয়েছে। এই চাপ থেকে নিজেকে বাঁচাতে তিনি এই উগ্রতা দেখিয়ে পশ্চিমবঙ্গ সম্পর্কে খারাপ কথা বলেছেন।’
এদিন সিউড়িতে চা-চক্রে যোগ দিয়ে দিলীপ দাবি করেন, ‘পশ্চিমবঙ্গের সবচেয়ে উপদ্রুত জেলা হচ্ছে বীরভূম। পার্টি অফিসে ঝুড়ি ঝুড়ি বোমা পাওয়া যাচ্ছে। পার্টির নেতার বাথরুমের মধ্যে বস্তায় বোমা পাওয়া যায় এখানে। একটাই কারখানা চলে, বোমার কারখানা। সারা জেলায় বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। সব জঙ্গি ধরা পড়ছে পশ্চিমবঙ্গে। কাশ্মীরেও এত জঙ্গি ধরা পড়ে না। পশ্চিমবঙ্গে এসে সব আশ্রয় নিচ্ছে। মুর্শিদাবাদে ২–৩ বার জঙ্গি ধরা পড়ল। সারা রাজ্যে জাল বিস্তার করেছে এই জঙ্গিরা। বীরভূমেও বোমা বিস্ফোরণ হয়েছে। এখানেও জঙ্গি ধরা পড়েছে। পশ্চিমবঙ্গ হয়ে গিয়েছে দ্বিতীয় কাশ্মীর।’ দিলীপের এই বিতর্কিত মন্তব্যকেই একহাত নিয়ে সৌগত রায় জানান, ‘এই পাগলের মতো মন্তব্যের আমি আর কী জবাব দেব! দিলীপ ঘোষের যদি পছন্দ না হয়, যদি পশ্চিমবঙ্গ দ্বিতীয় কাশ্মীর হয়ে গিয়ে থাকে, তবে তিনি চলে যান কাশ্মীরে। এখানে থাকার দরকার নেই। দিলীপ ঘোষের কথার সঙ্গে কঙ্গনার কথার হুবহু মিল দেখছি। কঙ্গনা বলেছিল, মুম্বই পিওকে–র মতো হয়ে গিয়েছে। মানে পাক অকিউপায়েড কাশ্মীর হয়ে গিয়েছে। তাঁকে তখন সবাই বলেছিল মুম্বই ছেড়ে চলে যেতে। আমিও দিলীপ ঘোষকে বলতে চাই, আপনি বাংলা ছেড়ে যেখানে ইচ্ছে চলে যান। যেখানে বিজেপি আছে চলে যান সেখানে। আসলে বিজেপি একটা গল্প ফাঁদার চেষ্টা করছে। গল্পটা হল যে পশ্চিমবঙ্গ সন্ত্রাস কবলিত আর এই রাজ্যকে বাঁচাতে পারে একমাত্র বিজেপি। এই ফন্দির বিরুদ্ধে আমরা সোচ্চার। আর দিলীপ ঘোষের বক্তব্যকে আমরা বাতিল করছি।’
এই বিষয়ে এদিন দিলীপ ঘোষকে একহাত নিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। তিনি জানান, ‘এটা একটা অত্যন্ত আপত্তিকর মন্তব্য। আমার মনে হয়, এটা রাজনৈতিক চাপ থেকে দিলীপ ঘোষকে করতে হচ্ছে। কে কত খারাপ কথা বলবে, এই নিয়ে প্রতিযোগিতা চলছে বিজেপির নেতাদের মধ্যে। আইনশৃঙ্খলার নিরিখে যদি এই কথা বলে থাকেন তবে তা অত্যন্ত আপত্তিকর। আদি এবং তৎকাল বিজেপি নেতাদের ঝামেলা ঠেকাতে একঝাঁক পরিযায়ী বিজেপিকে বাংলায় আমদানী করতে হয়েছে। এই চাপ থেকে নিজেকে বাঁচাতে তিনি এই উগ্রতা দেখিয়ে পশ্চিমবঙ্গ সম্পর্কে খারাপ কথা বলেছেন।’
More News:
25th January 2021
24th January 2021
24th January 2021
24th January 2021
24th January 2021
24th January 2021
24th January 2021
24th January 2021
23rd January 2021
24th January 2021
Leave A Comment